Monday, February 27, 2017

আপ বাঁচলে বাপ্

আপ বাঁচলে বাপ্
............ ঋষি
==============================================
মশারির একপাশে আমরা ওপাশে তেনারা
মাঝে মাঝে বুঝতে পারি না কে প্রাণ আর কে মশা।
কিন্তু মশারি তো আছে মশাই
কোনো ভয় নেই তাই রক্ষে তাই এই জীবন তো  বাঁচতে হবে।
তেনারা বাঁচুক ,দেশ ,বাঁচুক ,বাঁচুক রাষ্ট্র
কিন্তু সর্বোপরি আমি আর আমার ,আপ বাঁচলে বাপ্।

ঠিক এই কথা বলছে একটা গোটা দেশ
নেট প্রাকটিস করতে করতে শহর  ভর্তি ফেস্টুনে লোভের হাজার মুখ।
কিন্তু ম্যাচ প্রতিবার ভেস্তে যাচ্ছে
দেশ বারংবার বদলাচ্ছে বাবরি মসজিদ থেকে নোট বদল।
মশারির ওপাশে মশা গুলো জ্যান্ত আছে
অথচ মানুষের  ভেকে মশা মারতে কামান দাগা।
মশা আর মরছে কই
যে কটা  পগার পার সেকটা আমার তোমার ভাই বোন।
বেঁচে তো আছি বাপু
কিন্তু বাঁচতে দিচ্ছে কই।

মশারির ওপাশে তেনারা অন্যপাশে আমরা
সারা গা চুলকাচ্ছে ,লাল লাল মশা কামড়াবার দাগ ,ম্যালেরিয়া হলো বলে।
কিন্তু প্রতিকার কি মশাই
পয়সা থাকুক আর না থাকুক সেই তো ওষুধ খাবেন।
আসলে আমরা সেই ওষুধ খাচ্ছি
যা আমাদের প্রতিদিন খাওয়ানো হচ্ছে।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...