Sunday, February 26, 2017

প্রাক্তন

প্রাক্তন
........... ঋষি
============================================
মামনি এত দিন বলিস নি কেন
সব বদলে গেছে জীবনে ? কতদিন হলো ?
কাঁদছিস কেন ? জীবন তো থামতে শেখে না মামনি।
একবার জানাবার  কথা মনে হলো না তুই সেপারেটেড
আজ আটমাস
এই সব বলবো ভাবলাম ,কিন্তু থেমে গেলাম কারণ এটা জীবন।

কাব্য লিখতে লিখতে ভুলে গেছিলাম
প্রতিটা জীবন কখনো বেঁচে থাকার নামান্তর নয়
তারমধ্যে দু চারটে তোর মতো হয় সামাজিক রীতি অঙ্গ ডিভোর্স মামনি।
কখনো ভাবি নি আবার তোকে লিখতে হবে
কখনো ভাবি নি জীবন মানে পালিয়ে গিয়ে ফিরে আসা চেনা দরজা।
মামনি তুই আমার বান্ধবী ,হয়তো বেশি কিছু
তাই তোকে বলা
হেরে যাওয়াটা নিজের কাছে মৃত্যুর নামান্তর।
পিছনে স্মৃতিরা কাঁদাবে ঠিক ,কিন্তু সামনের দিকে তাকা
দেখ আলো ঝলমলে রাস্তা
অনেকটা প্রথাগত ব্যক্তিগত নিজেরগুলো আসলে আমাদের মৃত্যু
কিন্তু জীবন কখনো প্রাক্তনের হিসেবে হতে পারে না।

মনে পরে সেই পুকুরের ধারে  শিবমন্দিরটা
আমি বেশ স্পষ্ট দেখতে পায় তার ভিতরে সিন্দুর মাখা একটা মুখ।
পুজো হয়ে গেলে আমরা ঈশ্বরকে বিসর্জন দি
সেখানে মানুষ প্রয়োজনের আর প্রয়োজনীয়তার আরেক না।
এইসব বলবো ভেবেছিলাম ,কিন্তু বললাম না
কারণ প্রতিটা স্পর্শ নিজের কাছে সবসময় প্রাক্তন থেকে যায়। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...