Sunday, February 26, 2017

চিরসবুজ


চিরসবুজ
.......... ঋষি
==================================================
যৌবনের দূত
মহাশয় ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই ।
আর মহাশয়ারা আপনাদের বলা ,,,,করে যান ,চালিয়ে যান
এতো  সভ্যতার অঙ্গীকার।
আমরা চির সবুজ যৌবনের দূত
যেমন মহারাজা যযাতি চির সবুজ কোনো আইকন।
.
আরে মশাই ঘাবড়াবেন না আর মহাশয়ারা লজ্জার কি আছে
এতো সভ্যতার  উপহার।
টেলিভিশন খুলুন ,খুলুন খবরের পাতা ,কিংবা পথ চলতি কোনো বিজ্ঞাপনে চোখ রাখুন
আরে  অমুক ক্রিম লাগান যৌবন ধরে রাখুন ,আরে অমুক গেঞ্জি জাঙ্গিয়া
পুরো সলমন আপনি বাষট্টিতেও।
টিভি খুলুন আপনার ঘরের ভিতর সমস্যা,সমস্যা বিছানার উপর
সানি ম্যাডাম সুন্দর যৌবনের উপহার রেখেছেন।
আর তারপর তো জাপানি তেল রইলো
অজগর জেগে যায় ,ওতো পায়ের মাঝখানের কোনো জন্মস্থান।
বড় ব্যাগ্র প্রৌঢ় ও বৃদ্ধরা ঝপাঝপ গায়ে মুখে মাখুন ,
উপাচারের উপকরন বিলুপ্তপ্রায় গুল্ম থেকে ডাইনাসোরসের  ডিম,
বয়েস থমকে যাবে, ষাটেও লাগবে এসে মাত্র পঁচিশ।

যৌবনের দূত
মহাশয়ারা আপনারাও বদলাতে পারেন বুকের ব্যাকরণ ,মুখের জিওগ্র্যাফি
ইচ্ছে করলে মহাশয় করতে  পারেন খোদার ওপর খোদকারী
রয়েছে বি লাইন ট্রিটমেন্ট ,হেয়ার প্ল্যান্ট , প্লাস্টিক শল্য চিকিৎসা।
 হে মহান যযাতি এ সমস্তই আপনার মতনই সায়াহ্নে ভোরবেলা  প্রচেষ্টা
অনেকটা রিমেকি  মুখোশে নিমকি গজল।


No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...