Sunday, February 19, 2017

নিজের নিজস্বতায়

নিজের নিজস্বতায়
............ ঋষি
=================================================
প্রত্যেকটা তুমির  পিছনে আরেকটা
সহস্রপ্রাচীন অধীনতা প্রতিটা আঘাতের বিপরীত প্রতিঘাত।
একটা খুনের বদলে চারটে
একটা ধর্ষণের বদলে দিনরাত খবরের পাতা।
বাড়তে থাকা মিশ্রনে গ্রাইন্ডারের সর্বোচ্চ শব্দগুলো
আলোড়িত এই সামাজিক দৃষ্টিতে।

তুমির  বদলে এই দুনিয়ার দেওয়া নেওয়া
স্প্যানিশ গিটারের শব্দের বদলে কোনো নীল ছবির অবাঞ্চিত ওঠানামা।
কালো ব্রার বদলে জ্যাকির কোনো কালো জাঙ্গিয়া
স্পর্শের দ্রবণ মাত্রা বদলাতে বদলাতে রিমেকে রবি ঠাকুরের গান  ..
খুব সহজিয়া বিছানা বদল
খুব সহজিয়া তিন তালাক সিস্টেম।
আরো সহজ এই সময় বর্ণপরিচয় বদলে ইংলিশ মিডিয়াম
সব ভুলে ,সব হারিয়ে ,নিজের  নিজস্বতা ফুচকার টক জল মুখে।
সবটাই বাহ্যিক
শুধু তুমি ছাড়া।

প্রত্যেকটা তুমির পিছনে আরেকটা
গড়িয়াহাট মোবাইল ফোন চুরি যাওয়ার বদলে গলার নেকলেস চুরি সল্টলেকে।
প্রতিটা সরল রেখা বদলে অসংখ্য ত্রিভুজ
অসংখ্য তুমি।
অথচ তুমি বদলাও না কিছুতেই এই সময়ের ম্যাজিকে
শুধু তুমি একটা কালো বিন্দু নিজের নিজস্বতায় যেমন শরীরে তিল। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...