Monday, February 27, 2017

গভীর উত্তাপ


গভীর উত্তাপ
,,,,,,,, ঋষি
==========================================
ঘুটঘুটে অন্ধকার  চলন্তিকা চারিপাশে
তুমি অনুরণন খোঁজে বিকেল ফোঁড়ানো আত্মহত্যা দেখছো।
সামনে পরে আছে একটা জ্যান্ত রাত
বিছানার চাদর যেন ভেসে যাওয়া কোনো একাকী নির্জনতা।
তুমি মনে মনে চাইছো সামনে টাঙানো অয়েল পেন্টিংয়ের মতো জড়িয়ে ধরতে
গভীরে কোনো উত্তাপের আগুনের তৃষ্ণা ,ইশ ভিজে যাবে।

চলন্তিকা মাছ ভাজতে হলে কড়া গরম করতে হয়
ছুঁতে চাওয়া মানে লবন ঠোঁট নয়।
ছুঁতে চাওয়া মানে প্যাস্টেলে ফুটে ওঠা নগ্নতা নয়.
ছুঁতে চাওয়া আয়নার পারদ বৃদ্ধি নয়।
ছোঁয়া মানে মিশে যাওয়া
ছোঁয়া মানে জীবনের মুহূর্তগুলো গোধূলি যেখানে রামধনু রং।
ছোঁয়া কলমের নিবে অনবরত স্পর্শ
অসংখ্য কবিতা যেমন ভালোবেসে চলন্তিকা হয়ে যায়
ঠিক তেমনি ছোঁয়াটা হলো স্মরণীয়।

ঘুটঘুটে অন্ধকার চলন্তিকা চারপাশে
সদ্য সেরে ওঠা ছাপোষা শরীরে এক যান্ত্রিক  সামাজিক রীতি।
কি ভাবছো বসে কি লিখবো
না আমি লিখতে পারছি না জ্যোৎস্না ভেজা চুমুর তৃষ্ণা।
বরং লিখে ফেলি কোনো যান্ত্রিক টর্নেডো আসার কথা
যাক এই যাত্রায় বেঁচে গেলি তুই। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...