পরিচয়
........... ঋষি
=============================================
সত্যি কি কোনো চতুর্ভূজ হয়
যেখানে দমবন্ধ পৃথিবীর আদলে গড়ে তোলা কৃত্রিমতা
সত্যি কি মানুষ পারে
শুধু জানলার বাইরে হাত বাড়িয়ে বৃষ্টিতে ভিজতে
নাকি মনের ইচ্ছেগুলো শুধু স্ট্রিট লাইটে অনিচ্ছাকৃত আটকানো আলোআঁধারী
মানুষ বদলায় কিন্তু কজন নিজেকে বদলাতে পারে
ক্ষরিত রক্তরা কখন গিয়ে নর্দমায় গিয়ে মেশে
নিজের বেওয়ারিশ লাশটা ভনভনে মাছি সভ্যতায় আরো বেশি নগ্ন মনে হয়
দগদগে ক্ষত
হাসি আর পরিচয়ে শুধু ভিজিটিং আওয়ার্স
অসংখ্য ভিজিটরস ঠিক যেন মিউজিয়ামের লাইনে দাঁড়ানো শিশু
অতি সাগ্রহে প্রশ্ন করে বাবা প্রত্নতত্ব কি ?
হাসি পায়,গুলিয়ে যায় মানুষগুলোর সম্পর্কের মানে
মমির ভিতর শুয়ে থাকা শরীরগুলোও স্বপ্ন দেখে
বেঁচে ওঠার
বিশাল পৃথিবীর ফাঁকে আটকানো চিরকুট
কখনো কি জীবন আদোও মানুষের আদরের ?
সত্যি কি চতুর্ভূজ
যেখানে দমবন্ধ নিজস্বতায় গোড়া লৌকিক আলাপন।
সত্যি কি মানুষ পারে
নিজের না বলা কথাগুলো চৌম্বকীয় স্পর্শে নিজেকে বোঝাতে।
সবটাই প্রহসন
নাকি স্ট্রিট লাইটের তলায় একলা দাঁড়িয়ে নিজের পরিচয় খোঁজা।
........... ঋষি
=============================================
সত্যি কি কোনো চতুর্ভূজ হয়
যেখানে দমবন্ধ পৃথিবীর আদলে গড়ে তোলা কৃত্রিমতা
সত্যি কি মানুষ পারে
শুধু জানলার বাইরে হাত বাড়িয়ে বৃষ্টিতে ভিজতে
নাকি মনের ইচ্ছেগুলো শুধু স্ট্রিট লাইটে অনিচ্ছাকৃত আটকানো আলোআঁধারী
মানুষ বদলায় কিন্তু কজন নিজেকে বদলাতে পারে
ক্ষরিত রক্তরা কখন গিয়ে নর্দমায় গিয়ে মেশে
নিজের বেওয়ারিশ লাশটা ভনভনে মাছি সভ্যতায় আরো বেশি নগ্ন মনে হয়
দগদগে ক্ষত
হাসি আর পরিচয়ে শুধু ভিজিটিং আওয়ার্স
অসংখ্য ভিজিটরস ঠিক যেন মিউজিয়ামের লাইনে দাঁড়ানো শিশু
অতি সাগ্রহে প্রশ্ন করে বাবা প্রত্নতত্ব কি ?
হাসি পায়,গুলিয়ে যায় মানুষগুলোর সম্পর্কের মানে
মমির ভিতর শুয়ে থাকা শরীরগুলোও স্বপ্ন দেখে
বেঁচে ওঠার
বিশাল পৃথিবীর ফাঁকে আটকানো চিরকুট
কখনো কি জীবন আদোও মানুষের আদরের ?
সত্যি কি চতুর্ভূজ
যেখানে দমবন্ধ নিজস্বতায় গোড়া লৌকিক আলাপন।
সত্যি কি মানুষ পারে
নিজের না বলা কথাগুলো চৌম্বকীয় স্পর্শে নিজেকে বোঝাতে।
সবটাই প্রহসন
নাকি স্ট্রিট লাইটের তলায় একলা দাঁড়িয়ে নিজের পরিচয় খোঁজা।
No comments:
Post a Comment