Sunday, February 5, 2017

সেই মেয়েটা

সেই মেয়েটা
............. ঋষি
==========================================
এই যে শুনছেন ম্যাডাম
আজ বেশ কিছুদিন আপনার দিকে তাকিয়ে।
চশমার ফ্রেমে লেগে থাকা আতঙ্করা জানে আমি আছি
তবু কিছু না বলা থেকে যায়।
একটা গল্প যখন শুরু হতে হতে মাঝরাস্তাতে পথ হারিয়ে মাতাল
অনেকের এমন হয়

আজকাল আর সেই মেয়েটাকে দেখতে পাই না
মিশকালো সেই হরিণী চোখে সেই আনন্দটা উধাও অনেক কাল।
আজকাল আর সেই মেয়েটাকে ভিজতে দেখি নি
কোনো ময়ূরী ছন্দে নেচে ওঠে না একাল আর অকাল।
আজকাল সবটাই নিয়ম বদ্ধ
আকাশ দেখতে গেলে আজকাল জানলার পারমিশান নিতে হয়।
আজকাল বাথরুমের আয়নায় মেয়েটাকে অনুজ্বল লাগে
স্বামী আর সেই এক কামরার সংসার।
কেমন  একটা খবর আজকাল আকাশে বাতাসে
এখন শীতকাল তাই মাটি শুকনো আর বাতাসের ফিসফিস।

এই যে শুনছেন ম্যাডাম
আজ বেশ কিছুদিন আপনাকে মিস করছি।
মিস করছি সেই ফ্ৰক পরা ছোট মেয়েটাকে যাকে আমি চিনি
শুনতে পারছেন।
একটা গল্প যখন শুরু থেকে শেষ অবধি না বলা থেকে যায়
তখন অপেক্ষা বাড়ে হয়তো উপেক্ষা। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...