Monday, February 13, 2017

জীবনের বাইশ গজ

জীবনের বাইশ গজ
.............. ঋষি
==========================================
প্রশ্নদের কোলাহল
বড় জ্বালাতন জীবনের বাইশ গজে  এক একটা বামসার।
আরোহীর ইচ্ছা সেটা পুল হবে না ,শুধু ছেড়ে দেবে
কিন্তু অনিচ্ছা আউট হতে পারে।
এটাই জীবন
এখানে প্রতিটা দিন ক্রিকেট ক্রিজে।

সমস্ত অবয়ব জুড়ে
মাঝে মাঝে কিছু উৎসব ,কিছু উপস্থিতি বল স্টেডিয়ামের বাইরে।
কিন্তু মাঝে মাঝে আবার আউট
চোখের কোন জল আরোহী প্যাভিলিয়নে।
কিন্তু মনের ফাঁকে দৃঢ় প্রত্যয় ,ফিরে আসতে হবে
আসলে জীবনে এই ভাবেই ফিরে আসতে  হয়।
ক্রিকেট মাঠের প্রতিটা হেরে যাওয়া জীবনকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করে
ফিরতে হবে
কারণ সারভাইভাল ফ্যাক্টর।

প্রশ্নদের কোলাহল
ব্যাটসম্যান উইকেট ,গ্লাভস নিয়ে এগিয়ে চলেছে গ্যালারিতে।
গ্যালারিতে চিৎকার দারুন খেললেন জীবনটাকে
আসলে সমাজ আর সময় সবসময় এমনি শুধু দর্শকের ভূমিকায়।
শুধু খেলার মাঠে জীবন নিজের
সুতরাং কি করবে তা পুরোটাই আরোহীর জানা থাকে। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...