Wednesday, February 8, 2017

মীরা বাঈ

মীরা বাঈ
................... ঋষি
======================================

সারা ঘর জুড়ে বইপত্র আর অসংখ্য মিউজিক্যাল জ্যার্নি
সমস্ত অবয়ব জুড়ে সৃষ্টির আনন্দে মাতোয়ারা।
একি স্বপ্ন চলন্তিকা
আয়নায় দেখা নগ্নতা যখন তোমার সেরা সৃষ্টি।
রিসাইকেল বাড়তে থাকা ইচ্ছেগুলো
যখন আমাদের আস্ত পরিচয়।

আমরা মোটেও সামাজিক নয়
তোমার হাতে স্প্যানিশে বাজতে থাকা করুন সুর।
আরো বেশি কাছের মনে হয়
আসলে ভালোবাসা কখনো সামাজিক নয়।
ভীষণ একটা কষ্ট
চিনচিনে একটা মিষ্টিমধুর ব্যাথা চিরকাল আমার ভীষণ প্রিয় ,
যেমন প্রিয় তোমার আখরোট ঠোঁটে  চুষে নেওয়া নোনতা স্বাদ।
তোমার হাতের তুলিতে একটা খয়েরি জাদু আছে
যা তোমার বাড়িতে জ্যান্ত মীরা বাঈ যাতনায়।
তোমার আদরের কবিতায়
কেমন একটা আতঙ্ক চিরকাল তোমাকে হারিয়ে ফেলার।

সারা ঘর জুড়ে ছড়ানো ছেটানো সৃষ্টির দাবানল
আগুন জ্বলছে বুকে চলন্তিকা।
আর্ট গ্যালারিতে আমার নামের ছবিটা আসলে অবিক্রিত ছিল
কিন্তু কিনে নিয়ে গেলো আমাদের স্বজন।
তাই ঘুম ভেঙে গেলো
চমকে উঠে দেখি সৃষ্টি নাকি জাদুকরী কোনো ইচ্ছার পায়ের  শব্দ।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...