কৈফেয়ৎ
............. ঋষি
=======================================
লুকোনো কিছু কৈফেয়ৎ তোমার কাছে চাওয়া
জানি এই অধিকারে কুলোবে না।
আসলে সমাজটা মানুষের শরীরের মতো শুধু দৃশ্য
আর নিয়ম ভাঙাটা শুধু মনের।
মানুষ নিজেকে লুকিয়ে ,নিজেকে মিথ্যে বলে গুমরে মরে
তবু অভ্যেসে সামাজিক থাকে।
নিয়ম আর রীতির সাথে বোঝাপড়া
লক্ষীর ঘটে শুয়ে থাকা সংসারে পঞ্চব্যঞ্জন আর ভালো থাকা।
বড় বেশি মেকি সাজছে মানুষ
পাতার পর পাতা শুধু মিথ্যে লিখে তৈরী করছে মুখোশের মিছিল।
সেই মিছিলে আমি ,তুমি পণ্য
সম্পর্ক ক্রমশ ক্ষয়ে যাওয়া বিবেকের নাম।
আর মুখোশগুলো দৈনন্দিন প্রতিটা নিজেদের আয়নায়
দাঁত বেড় করছে ,হাসছে তোমার উপর
আর তুমি নিতান্ত নিয়ম এই সময়।
লুকোনো কিছু কৈফেয়ৎ তোমার কাছে চাওয়া
জানি উত্তরের যোগফল নিতান্ত কষ্টের।
আসলে সমাজটা কিছু মুষ্টিমেয় মানুষের অধিকারের মতন
কিন্তু প্রতিটা প্রতিবাদ নিজের কাছে জিতে যাওয়া।
তাইতো প্রতিবাদ শব্দটা মোটেও সামাজিক নয়
নিতান্ত মানবিক ও মানসিক।
............. ঋষি
=======================================
লুকোনো কিছু কৈফেয়ৎ তোমার কাছে চাওয়া
জানি এই অধিকারে কুলোবে না।
আসলে সমাজটা মানুষের শরীরের মতো শুধু দৃশ্য
আর নিয়ম ভাঙাটা শুধু মনের।
মানুষ নিজেকে লুকিয়ে ,নিজেকে মিথ্যে বলে গুমরে মরে
তবু অভ্যেসে সামাজিক থাকে।
নিয়ম আর রীতির সাথে বোঝাপড়া
লক্ষীর ঘটে শুয়ে থাকা সংসারে পঞ্চব্যঞ্জন আর ভালো থাকা।
বড় বেশি মেকি সাজছে মানুষ
পাতার পর পাতা শুধু মিথ্যে লিখে তৈরী করছে মুখোশের মিছিল।
সেই মিছিলে আমি ,তুমি পণ্য
সম্পর্ক ক্রমশ ক্ষয়ে যাওয়া বিবেকের নাম।
আর মুখোশগুলো দৈনন্দিন প্রতিটা নিজেদের আয়নায়
দাঁত বেড় করছে ,হাসছে তোমার উপর
আর তুমি নিতান্ত নিয়ম এই সময়।
লুকোনো কিছু কৈফেয়ৎ তোমার কাছে চাওয়া
জানি উত্তরের যোগফল নিতান্ত কষ্টের।
আসলে সমাজটা কিছু মুষ্টিমেয় মানুষের অধিকারের মতন
কিন্তু প্রতিটা প্রতিবাদ নিজের কাছে জিতে যাওয়া।
তাইতো প্রতিবাদ শব্দটা মোটেও সামাজিক নয়
নিতান্ত মানবিক ও মানসিক।
No comments:
Post a Comment