Sunday, February 5, 2017

ভবা পাগলা (২)

ভবা পাগলা (২)
.................. ঋষি
==========================================
আমরা কারা ?
এই প্রশ্নের উত্তরে হাজারো প্রতিদ্বন্দ্বিতা।
আমরা নাকি নারায়ণের জীব ,আমরা নাকি ঈশ্বরের সৃষ্টি
আবার বিজ্ঞান প্রাচীন রসায়নে বলে বিবর্তন।
কিন্তু সত্যি কি আমরা ঈশ্বৰ সৃষ্ট না বিবর্তনের জীব
কিংবা শুধু মাত্র জীবিত।

ফ্যাল ফ্যাল করে চেয়ে ভবাপাগলা রাস্তার দিকে
অগনতি যাতায়াত বাড়িয়ে চলে বিরক্তি ভবার মনে।
আচ্ছা এরা করা
একদল লোক দৌড়ে গেলো ভরদুপুরে সামনে ভবানীদের বাড়িতে।
সেখানে নাকি খুন হয়েছে ,পিছন পিছন হাসপাতালের গাড়ি
তারপর পুলিশের।
ভবা হাসছে ,অট্টহাসিতে ফেটে পড়ছে বারংবার
তেড়ে এলো পুলিশ লাঠি নিয়ে  ,,, যা পাগলু ভাগ এখন দিয়ে।
আর কত ভাগাবে আমাকে
আমি তো যাবোই জানি ,,কিন্তু তোমরা ?

আমরা কারা ?
এই প্রশ্নের উত্তর আমার তোমার জানা না থাকলেও ,
ভবা জানে।
প্রতিটা প্রশ্নের উত্তর এই সভ্যতা তৈরী করেছে নিজেদের প্রয়োজনে
সেখানে মানুষ নিজে একটা প্রশ্নের মুখোমুখি এই সময়
কারণ মানুষগুলো যে ভবার মতন হাসতে পারে না। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...