Sunday, February 26, 2017

জাদুকর

জাদুকর
,,,,,,,,,,,,,, ঋষি
===========================================
একলা দাঁড়িয়ে খোলা মাঠে জাদুকর
দর্শক নেই একজনও তল্লাটে ,হাততালি নেই, নেই কোনো শব্দ।
শূন্য ধূ ধূ সবুজ  মাঠে,দূরে আলো  ডুবছে
আকাশ জুড়ে আশমানি রঙ শাড়ি কেমন লালচে মায়ায় মোড়া।
মিঠে হাওয়া  উড়িয়ে দিয়ে  যাদুকর খুলল তাপ্পিমারা ইন্দ্রজালের ঝুলি
গিলিগিলি গে  পৃথিবীতে সন্ধ্যে নামছে।

জাদুকরের চোখ বাঁধা হাতে একশো খানা মোমবাতি
শেষ এক দশকের গল্প বলছে সে।
দেশলাইতে  বারুদ তারপর আগুন ,তারপর মোমবাতি সলতে
শহর পুড়ছে ,পুড়ছে বাস ,ট্রাম ,মেট্রো।
ধর্ষিত আদিবাসী  রমণীর  শহর পুড়ছে সভ্যতার আদিম ছেঁকাতে
বিশাল এই মাঠ ,চারিপাশে হুইস্কির খালি বোতল ,বাংলা বোতল।
নেশা হচ্ছে না জাদুকরের
এইবার তাসের খেলা এক্কা ,তারপর রানী।
দশ হাতে ছড়িয়ে পড়ছে রাষ্ট্র
অন্ধকার নামছে জনতার চোখে আর সেই জাদুকর একলা দাঁড়িয়ে  .

একলা দাঁড়িয়ে খোলা মাঠে জাদুকর
সারা পৃথিবীর ম্যাজিকে দিনান্তের বাঁচা ম্যাজিকের মস্ত ম্যাজিক।
জাদুকর হাসছে সূর্যের শেষ কিরণের দিকে তাকিয়ে
আজকে বিড়ি জ্বেলে মনে মনে বলছে আরো প্রাকটিস।
সত্যি তো প্র্যাকটিস চলছে
এই পৃথিবীর সভ্যতার একটা অন্ধকার কালো হাতের। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...