দমবন্ধ
.......... ঋষি
==========================================
চারিপাশে গলা মাংস রে
কিছুতেই খাড়া হয় না বেঁচে থাকার যন্ত্রনা।
যতই চেষ্টা করি
স্বপ্নের ভিড়ে একটা শহর ঢুকে যায়।
কিন্তু মন
কিছুতেই স্পর্শ পাই না।
রাস্তায়ও সারি দেওয়া ব্যাবিলনের প্রাচীন স্তম্ভগুলো
আলোর যোগফলে পিচ চমকানো চোখ।
কিন্তু মন সারা দেয় না
আড়ালে লোকানো সস্তা বিছানা বালিশে বাসি পচা মরা গন্ধ।
মরতে কি ইচ্ছে করে কেউ চায়
তাই ভালো লাগে না।
একটা গোটা শহর দৌড়োতে দৌড়োতে যখন হাঁপিয়ে গিয়ে ঝগড়া করে
তখন একলা দাঁড়িয়ে দেখি।
খবর পাতায় ,ইলেক্ট্রনিক্স মিডিয়ায় পাওয়া সব অদ্ভুত খবর
একটা ছ মাসের শিশু আমাকে নপুংসক করে।
চারিপাশে গলা মাংস রে
কিছুতেই ঢুকতে চাই না একটা পাহাড় প্রমান অনিচ্ছা।
যতই চেষ্টা করি
বাসি মরা সব মৃতের ভিড়ে প্রাচীন পচা গন্ধ।
দমবন্ধ
কিন্তু মন সে যে আজও চলন্তিকাকে খোঁজে।
.......... ঋষি
==========================================
চারিপাশে গলা মাংস রে
কিছুতেই খাড়া হয় না বেঁচে থাকার যন্ত্রনা।
যতই চেষ্টা করি
স্বপ্নের ভিড়ে একটা শহর ঢুকে যায়।
কিন্তু মন
কিছুতেই স্পর্শ পাই না।
রাস্তায়ও সারি দেওয়া ব্যাবিলনের প্রাচীন স্তম্ভগুলো
আলোর যোগফলে পিচ চমকানো চোখ।
কিন্তু মন সারা দেয় না
আড়ালে লোকানো সস্তা বিছানা বালিশে বাসি পচা মরা গন্ধ।
মরতে কি ইচ্ছে করে কেউ চায়
তাই ভালো লাগে না।
একটা গোটা শহর দৌড়োতে দৌড়োতে যখন হাঁপিয়ে গিয়ে ঝগড়া করে
তখন একলা দাঁড়িয়ে দেখি।
খবর পাতায় ,ইলেক্ট্রনিক্স মিডিয়ায় পাওয়া সব অদ্ভুত খবর
একটা ছ মাসের শিশু আমাকে নপুংসক করে।
চারিপাশে গলা মাংস রে
কিছুতেই ঢুকতে চাই না একটা পাহাড় প্রমান অনিচ্ছা।
যতই চেষ্টা করি
বাসি মরা সব মৃতের ভিড়ে প্রাচীন পচা গন্ধ।
দমবন্ধ
কিন্তু মন সে যে আজও চলন্তিকাকে খোঁজে।
No comments:
Post a Comment