মায়াজাল
.............. ঋষি
=============================================
একটা মায়াজাল
একটা অরাজকতা চলন্তিকা তোমার দৈনন্দিন।
এই শহরের ধোঁয়াশা হয় ,তুমি কারণ জানো
আমিও।
কিন্তুও তবুও রোজ হেঁটে চলা সেই দূষণের মাঝে প্রবল অনিচ্ছায়
হয়তো নাকে রুমাল নিয়ে।
প্রবল শ্বাসকষ্ট
সারারাত জেগে অনবরত নিজের সাথে কথোপকথন।
বাইরে তখন স্ট্রিট লাইটের আলোর ফোয়ারা
শহরটা রেমেকি সস্তা আলোতে মোড়া কোনো সভ্যতার পীঠস্থান।
অথচ জীবন কি সাংঘাতিক তাই না চলন্তিকা
শুধু শ্বাসকষ্ট।
মাঝে মাঝে ইচ্ছে করে ওই রেমিকি আলোতে দাঁড়িয়ে চিৎকার করি
ডেকে নি জীবনকে আমার পাশে।
সত্যি যদি একটা অবয়ব পাওয়া যেত জীবন নামক ভদ্রলোকের
তবে একটা ছায়া তো বাঁচতো আমার সাথে এই শহরে।
মাঝে মাঝে মনে গালাগাল করি বেঁচে থাকাকে
কিন্তু জানলার ফাঁকে চাঁদের দিকে চোখ যায়
আমার পড়ার টেবিলে তখন কত আদর জ্যোৎস্নায় ভেসে যায়।
একটা মায়াজাল
জীবন ঘুলঘুলি দিয়ে জোর করে ঢুকে আসা নিঃশ্বাসে রূপ।
এই শহরের প্রতিটা রন্ধ্রে একটা সাজানো নিয়ম বাস করে
মানুষগুলো সব নিয়মিত মাত্র।
মাঝে মাঝে চলন্তিকা ইচ্ছা করে এদেরকে একটু নড়াচড়া করে দেখতে
আদৌ হৃদস্পন্দন আছে তো।
.............. ঋষি
=============================================
একটা মায়াজাল
একটা অরাজকতা চলন্তিকা তোমার দৈনন্দিন।
এই শহরের ধোঁয়াশা হয় ,তুমি কারণ জানো
আমিও।
কিন্তুও তবুও রোজ হেঁটে চলা সেই দূষণের মাঝে প্রবল অনিচ্ছায়
হয়তো নাকে রুমাল নিয়ে।
প্রবল শ্বাসকষ্ট
সারারাত জেগে অনবরত নিজের সাথে কথোপকথন।
বাইরে তখন স্ট্রিট লাইটের আলোর ফোয়ারা
শহরটা রেমেকি সস্তা আলোতে মোড়া কোনো সভ্যতার পীঠস্থান।
অথচ জীবন কি সাংঘাতিক তাই না চলন্তিকা
শুধু শ্বাসকষ্ট।
মাঝে মাঝে ইচ্ছে করে ওই রেমিকি আলোতে দাঁড়িয়ে চিৎকার করি
ডেকে নি জীবনকে আমার পাশে।
সত্যি যদি একটা অবয়ব পাওয়া যেত জীবন নামক ভদ্রলোকের
তবে একটা ছায়া তো বাঁচতো আমার সাথে এই শহরে।
মাঝে মাঝে মনে গালাগাল করি বেঁচে থাকাকে
কিন্তু জানলার ফাঁকে চাঁদের দিকে চোখ যায়
আমার পড়ার টেবিলে তখন কত আদর জ্যোৎস্নায় ভেসে যায়।
একটা মায়াজাল
জীবন ঘুলঘুলি দিয়ে জোর করে ঢুকে আসা নিঃশ্বাসে রূপ।
এই শহরের প্রতিটা রন্ধ্রে একটা সাজানো নিয়ম বাস করে
মানুষগুলো সব নিয়মিত মাত্র।
মাঝে মাঝে চলন্তিকা ইচ্ছা করে এদেরকে একটু নড়াচড়া করে দেখতে
আদৌ হৃদস্পন্দন আছে তো।
No comments:
Post a Comment