Saturday, February 11, 2017

শুধু নিয়মিত

শুধু নিয়মিত
.... ঋষি
============================================
নিদারুন একটা বিকেল
তোর চোখের কাজলে লেগে থাকা পরিতৃপ্তি
আমার কাছে প্রহসন।
সাজানো কলংকের নিরাভরণ নারীত্বের দরজায় অসংখ্য শঙ্খধ্বনি
সামাজিক ভিতের উপর চোখ রগড়ানো কুমারীত্ব
শুধু লোভ আর লুঠপাট।

একটা নিয়ম শুয়ে আছে প্রাচীন অজগর হয়ে
যার দাঁতের বিষে আজও মানুষের ভাবনারা মৃত জানোয়ার সব।
শুধু চর্বিত চর্বন
শুধু পুরোনো কিছু ঘুনে ধরা ,জং ধরা তলোয়ার
সামাজিক রীতি।
নারী চিরকালই পুরুষের ভোগ্য
সে যদি ঈশ্বরও পুরুষ হয় ,কিংবা যদি হয় কৃষ্ণরূপী যুগাবতার।
দিনের বিবর্তনে মানুষ চাঁদ ছুঁয়ে এলো
তবুও আজ নিজের কাছে অত্যন্ত নিচ।
কারণ এই পৃথিবীতে মায়ের পরিচয়  আজও শুধু জন্মদাত্রী
আর সেই কারণে নারী  চিরকাল পৌরুষের ভোগ আর লালসার স্বীকার।

নিদারুন একটা সকালের সাক্ষী
আরেকটা দিন কেটে গেলো বিছানার চাদরে সাজানো সোহাগে।
শুধু সাজানো সিঁদুরের সাক্ষী
একটা বন্ধন একটা রীতি ,গলার কাছে মৃত্যু ফাঁস।
গলায় দড়ি পড়তেই হবে
কারণ সেটাই নিয়মিত ও সামাজিক রীতি।
.
( নিতান্ত আমার মত,কাউকে আঘাত করার অভিপ্রায় আমার নেই )

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...