Wednesday, February 15, 2017

কিছুক্ষন আর কফিকাপ

কিছুক্ষন আর কফিকাপ
............. ঋষি
==========================================
আজকাল চাওয়াটা বোধ হয় একটু বেশি হয়ে যাচ্ছে
কফি কাপে আজকাল তাই তোর ঠোঁট।
আজকাল বোধ হয় জীবনটাকে বেশি আদরের মনে হয় তাই
সকাল সন্ধ্যে হ্যারিকেনের আলোতে ভালো লাগে ভাবতে।
আজকাল তোকে পাওয়া বেশি হয়ে যাচ্ছে
তাই কফি কাপের লুকোনো তেতো ভাব।
.

অনেককিছু বলিস নি আমাকে
হয়তো অনেক কিছু এক  জীবনে বলা  হয়ে ওঠে না মানুষের।
সিন্ধু সভ্যতা সাক্ষী
অনেককিছুই চিরকাল হারানো সভ্যতার ধারক।
 তাই বোধ হয় মানুষকে পাখি হওয়া মানায় না
মানায় না লুকোনো বিষাদগুলোকে আরো খোলা নীলে মুক্তি দিতে,
দম আটকানো বন্ধ ঘুলঘুলিতে তাই বোধ হয় মানুষের শাস্তি।
.
আজকাল তোকে ভালোবাসা বেশি হয়ে যাচ্ছে
তাই হয় ভালোবাসার দিনেও লুকোনো যন্ত্রনা আমার বুকে।
কিছু কথা অভুক্ত থাকতে থাকতে মরতে দেওয়া ভালো
তাই বোধ হয় মানুষকে দূর থেকেই ভালোবাসা ভালো।
.
আজকাল চাওয়াটা বিকেলে কফি কেবিনে লুকোনো যন্ত্রনা
কফির ধোঁয়া ওঠা আশাগুলি আকণ্ঠ তৃষ্ণা।
সত্যি মানুষের কি তৃষ্ণা মেতে কখনো
কখনো কি মানুষ হয়ে উঠতে পারে স্বাবলম্বী নিজের গভীর যন্ত্রনায়।
যন্ত্রণার মুক্তি চাই জানিস
তাই এই বিকেলে আমার ঠোঁটের আদ্রতায় উষ্ণ নেশা। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...