Monday, February 27, 2017

আর অপেক্ষা

আর অপেক্ষা
................. ঋষি
=================================================
মেয়েটার প্রেমিক আজ চলে গেছে সব অধিকার আধসেদ্ধ মেখে
মেয়েটা ফ্যাল ফ্যাল করে চেয়ে রাস্তায়।
অপেক্ষা যদি কোনো ঘোড়ার নাম হতো
মেয়েটা শহরের রাস্তায়  চিৎকার করতে করতে ছুটতো।
কোনো সীমান্তে একবিন্দু আলোর খোঁজ
আর অপেক্ষা ঘোড়াটার নাম।

বন্ধ দোকানের ঝাঁপ, এতক্ষণ পরেও নিভানো উনুন থেকে মাঝে মাঝে ধোঁয়ার ফানুস
 কয়েকটা কুকুর মুখমুখি এমনি ই দাঁড়িয়ে।
 কার একটা লোহার সাইকেল ল্যাম্পপোস্টের নীচে
রাস্তার মোড়ের আলোটাও কেমন যেন ফ্যাকাসে মড়ার মতো মেয়েটার স্মৃতিতে।
 এতদিন বোঝা যায় নি তো,কী তীক্ষ্ণ, কী দাপট
রাস্তার আত্মাটাই মনে হয় বাস্প হয়ে উপরে উঠে নিয়ন আলোর মত ছড়িয়ে এলো ।
মেয়েটার মনে হলো
কেউ কোথাও  ষড়যন্ত্র করেছে।
এত শান্ত, এত স্তব্ধ, তবু এত বিকট- ষড়যন্ত্র ছাড়া এ  আর কিচ্ছু না।
একটা প্রহসন লম্বা মাইকে নিয়ে কেউ চিৎকার
বুকের দরজায় হাতুড়ির প্রাচীন শব্দ ,,আর না।

মেয়েটার প্রেমিক আজ চলে গেছে সব অধিকার আধসেদ্ধ মেখে
মেয়েটা বেঁচে থেকে শুনতে পারছে পৃথিবীর ব্যাঙ্গাত্নক শব্দ।
প্রতিটা দংশন যখন বিষময়  হয়,তখন স্মৃতির বিষ
মারাত্নক  এনাকোন্ডা হয়ে গিলে খায় ,পেঁচিয়ে ধরে ,পিষে দেয়।
তখন প্রেম হাসতে  থাকে
যেমন তার প্রেমিক শেষবারের মতো বলেছিল এই সম্পর্কের মানে কি ? 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...