Wednesday, February 22, 2017

একে অপরে

একে অপরে
............. ঋষি
================================================
মাঝে মাঝে নিজেকে ন্যাংটো করে আয়নায়  দেখি
সামনে তুই দাঁড়িয়ে।
কোনো গভীর মুহূর্তের আলিঙ্গনে জীবনে রুপোলি আলো
মনে হয় স্বপ্ন।
চাঁদকি কি মেৰুবা হো মেরি আইসা ম্যানে সোচাথা
হা তুম বিলকুল ওয়াহসী হো জেইসা ম্যানে সোচা থা।

আসলে জীবন মানেই সকলে বেঁচে থাকা বোঝে
আর নগ্নতা মানে অশ্লীলতা।
অশ্লীলতা শব্দটা যতটা সামাজিক
ঠিক ততটাই মানবিক কিছু নগ্নতা মানুষের ভীষণ প্রিয়।
ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে
হঠাৎ দেখা তোর সঙ্গে।
নিজেকে বড়ো নগ্ন মনে হচ্ছে,মনে হচ্ছে বড় মরুভূমি এইসময় চলন্তিকা
তোর চোখের দৃষ্টি এঁকে বেঁকে তলিয়ে যাচ্ছে চাঁদের দেশে।
আইসা কভি হুয়া নেহি
জোভি হুয়া ঠিক হুয়া ,,,আমি নগ্ন।

মাঝে মাঝে নিজেকে ন্যাংটো করে আয়নায়  দেখি
কে আমি ,এজে কোনো তুই।
শরীরের সমস্ত অস্থিরতায় ,মানসিক সমস্ত অসচ্ছলতায়
শুধু একটাই নাম তুই।
কি তফাৎ তোর আমার এই সমাজের ভিতে
হই না নগ্ন কিছুক্ষন একে অপরে। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...