Wednesday, February 8, 2017

নদীর গল্প

নদীর গল্প
,,,,,,,,,,,, ঋষি
==========================================

এই যে নদী দেখছিস
জানিস চলন্তিকা শুধু বয়ে চলা একটা জীবনের পায়ের ছাপ।
ওই যে কুল কুল শব্দ
এটা তো সময়ের টিকটিক কিছু মুহূর্তের মেহগনি অনুভব।
আর নদীর  পাড়ে  আমি আর তুই
শুধু উপস্থিতি ,শুধু কিছুটা  স্পন্দন।

এই যে নদী
ক্রমশ এগোচ্ছে তার নিজের তালে নিজের শব্দে।
শুধু এগিয়ে যাওয়া ,আরো সামনে
বন্ধুর জমি ,পাহাড় পর্বত ,জলা জঙ্গল পেরিয়ে
শুধু খোঁজ একটা গভীরতা।
আর যখন বৃষ্টি আসে এই যদি ভেসে যায় পরম প্রেমে
দুকূল ভাসিয়ে দিয়ে হাজারো জনবসতিকে দিয়ে  যায় শান্তি।
জানিস তো চলন্তিকা নদী শুধু ভালো রাখতে পারে
কারণ মিষ্টি জল ,মানুষের তৃষ্ণা।
কিন্তু নদীর  শান্তি নেই
সে এক আকুল খোঁজ মোহনার কোনো আদরের।

এই যে নদী দেখছি
জানিস চলন্তিকা এর নাম জীবন ,অক্লান্ত পথ হারানো।
হাজারো শাখা প্রশাখায় নদীর শিহরণ
আরো গভীর নদীর কাছে।
 নদী বাঁচতে ভালোবাসে ,আরো ভালোবাসে একলা বইতে
শুধু অপেক্ষা কোনো একদিন সঙ্গম বাঁচার।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...