আর অপেক্ষা (২)
................. ঋষি
=================================================
ষড়যন্ত্র
যে চলে গেছে সে কেন গেছে জানে না মেয়েটা।
ফুঁপিয়ে ফুঁপিয়ে মেয়েটা অনেক কেঁদেছে , বোঝাতে চেয়েছে একটা পুরো অভিধান
কিন্তু যে গেছে সে বলে যায় না ।
কান্নার শব্দ পৌঁছায় তবু আকুতি হারিয়ে যায় শব্দ পৌঁছায় তবু কথা পৌঁছায় না
এমন বহুকিছু মেয়েটা কিছুতেই নিজেকে বোঝাতে পারে না।
কিন্তু কিসের যে প্রেমিক, কিসেরই বা প্রেম
এমনটাতো হবার কথাই ছিল না, এই প্রেম তো নিছক অপেক্ষা ছিল।
আর হাওয়ায় ওড়া কিছু বিলাপ, কিছু প্রলাপ, অহেতুক কিছু আলাপ
তার জন্য বুকের পাড়ে পিঁপড়ে সারি কেন?
রাস্তা, পথ আটকিয়ে ষড়যন্ত্র করল কেন?
মেয়েটা বোঝে সব তবু নিজেকে বোঝাতে পারে না।
মেয়েটা হাসে মনে
স্পর্শের আগুনে রেখে যাওয়া বুদ্বুদ্ গুলো আর মনের কোন অপেক্ষা
মেয়েটা ফুঁপিয়ে কেঁদে ওঠে
ষড়যন্ত্র
মেয়েটার কষ্ট হচ্ছে, হাওয়ায় জুড়ে থাকার বা ফুলের রেণু ,,স্পর্শ
একথা কিন্তু কেউ যেন না জানতে না পারে
সময়ের অবুঝ আবদারে নিজের দিকে মেয়েটা তাকিয়ে থাকে আয়নায়।
চোখ ফুরোনো গল্পগুলো স্বপ্নের ভিজে চোখের পাতায়
আমার মনে হয় এমনি হয় ,,,আবার অপেক্ষায়।
................. ঋষি
=================================================
ষড়যন্ত্র
যে চলে গেছে সে কেন গেছে জানে না মেয়েটা।
ফুঁপিয়ে ফুঁপিয়ে মেয়েটা অনেক কেঁদেছে , বোঝাতে চেয়েছে একটা পুরো অভিধান
কিন্তু যে গেছে সে বলে যায় না ।
কান্নার শব্দ পৌঁছায় তবু আকুতি হারিয়ে যায় শব্দ পৌঁছায় তবু কথা পৌঁছায় না
এমন বহুকিছু মেয়েটা কিছুতেই নিজেকে বোঝাতে পারে না।
কিন্তু কিসের যে প্রেমিক, কিসেরই বা প্রেম
এমনটাতো হবার কথাই ছিল না, এই প্রেম তো নিছক অপেক্ষা ছিল।
আর হাওয়ায় ওড়া কিছু বিলাপ, কিছু প্রলাপ, অহেতুক কিছু আলাপ
তার জন্য বুকের পাড়ে পিঁপড়ে সারি কেন?
রাস্তা, পথ আটকিয়ে ষড়যন্ত্র করল কেন?
মেয়েটা বোঝে সব তবু নিজেকে বোঝাতে পারে না।
মেয়েটা হাসে মনে
স্পর্শের আগুনে রেখে যাওয়া বুদ্বুদ্ গুলো আর মনের কোন অপেক্ষা
মেয়েটা ফুঁপিয়ে কেঁদে ওঠে
ষড়যন্ত্র
মেয়েটার কষ্ট হচ্ছে, হাওয়ায় জুড়ে থাকার বা ফুলের রেণু ,,স্পর্শ
একথা কিন্তু কেউ যেন না জানতে না পারে
সময়ের অবুঝ আবদারে নিজের দিকে মেয়েটা তাকিয়ে থাকে আয়নায়।
চোখ ফুরোনো গল্পগুলো স্বপ্নের ভিজে চোখের পাতায়
আমার মনে হয় এমনি হয় ,,,আবার অপেক্ষায়।
No comments:
Post a Comment