Monday, May 22, 2017

মোনালিসা

মোনালিসা
..... ঋষি
=======================================================
মোনালিসা তুমি হাসলে আজকাল আমার বিরক্ত লাগে
কি করে হাসতে পারো তুমি ?
সভ্যতার লুটিয়ে পরা আঁচলে ক্রমশ আরো অসম্মানের হাতে তোমার হাত
তোমার কপাল জুড়ে লাল সিঁদুরে অভিশাপ।
জন্ম থেকে তোমাকে শেখানো হয় তুমি অন্যের সম্পত্তি ,অন্য মাল
তোমার কি লজ্জা হয় না ?

মোনালিসা তুমি নারী
মাঝে মাঝে ভালো করে দেখতে ইচ্ছে করে তোমাকে।
তোমার বুকের পিরামিড লেগে থাকা মিশরের বালুকণা
তোমার আরো গভীরে লুকোনো নীলের কালো জল।
এত বৃহৎ জঙ্গলে সাজানো বাড়িঘর ,তুমি বলো সংসার
আর সময় বলে শধু " প্রয়োজন "।
তুমি বোলো আত্নীয় ,স্বজন ,সিঁথির সিঁদুর ,সন্তান ,আর এই তো বাঁচা
আর সময় বলে শুধু " প্রয়োজন "।
প্রয়োজনের মোড়কে তোমার পিতামাতা তোমাকে শিখিয়েছিলো
দৌড়োতে নেই ,এত জোরে হাসতে নেই ,তুমি বড় হচ্ছো ছেলেদের সাথে মিশতে নেই ।
এই ভাবে হাঁটতে নেই ,এই ভাবে বাঁচতে নেই
তবে কি আছে মোনালিসা
একটাই ,,,,,,,, মৃত্যু ।

মোনালিসা তুমি হাসলে আজকাল আমার খুব রাগ হয়
তোমার শরীরে কি লজ্জা বলে কিছু নেই ,কিছু নেই তোমার বেঁচে থাকার।
সভ্যতা তোমাকে এই রূপ দিয়েছে
কিন্তু এই সভ্যতায় আদিম মাতৃতন্র একদিন জাগ্রত ছিল।
আমি দেখতে চাই তুমি হাসো ,আমি দেখতে চাই তুমি বাঁচো
স্বাধীন খোলা আকাশের ঈশ্বরের ইচ্ছা হয়ে।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...