নারী
.......... ঋষি
===========================================
নারী কোনো সার্বিক সৃষ্টি হৃদয়ের
তুমি শিল্পীর ভাবনা কখনো ক্যানভাসে সুন্দরী স্বপ্নের রূপ।
তুমি গায়কের উচ্চারণ নৃত্যের অনন্য রূপ
তুমি ভাস্কর্যের মাটি চিরকালীন সৃষ্টির আদর।
তুমি কবির কবিতা পাতায় ,পাতায় হেঁটে চলা নুপুরের শব্দ
তুমি পৃথিবীর গতি নিয়ামক কোনো ঈশ্বরী জ্ঞানে।
তোমার ছিন্ন নগ্ন শরীরে ভর করে মহাকালের নৃত্য
প্রথিবী ধ্বংস হলো বলে।
তুমি সৃষ্টির শুরু ,ধ্বংসের সুর
কোনো অকাল শ্রাবনে ভিজতে থাকা মাটি সবুজ ফসল।
নারী তোমার অনন্য রূপ
অনন্য তোমার আত্মার চিরকাল বলিদান।
সংসার ,সিঁদুর ,সম্পর্ক ,যাপন ,জীবন
কোনো পাঁকের মাঝে ফুঁটে ওঠা পদ্মের প্রথম আলাপন।
মোনালিসা থেকে শুরু করে বনলতা ,তারপর নীরা ,আকাশলীনা
তোমার কতো রূপ।
নারী তুমি হৃদ্যিক কোনো শিল্পীর শিল্প
তুমি বন্ধুরূপী ,তুমি পত্নীরূপী ,তোমার মাতৃ রূপ ,তোমার ধ্বংসরূপ।
তুমি আদিম জন্মের প্রথম ইভ ,তুমি মাতৃস্নেহের প্রথম রূপ
তুমি সম্ভাবনার প্রথম কিরণ।
তবু কেন মাঝে মাঝে আমার মনে হয়
তুমি ভীষণ সস্তা ,ভীষণ কমদামি ,শুধু প্রয়োজন সভ্যতার পণ্য ।
.......... ঋষি
===========================================
নারী কোনো সার্বিক সৃষ্টি হৃদয়ের
তুমি শিল্পীর ভাবনা কখনো ক্যানভাসে সুন্দরী স্বপ্নের রূপ।
তুমি গায়কের উচ্চারণ নৃত্যের অনন্য রূপ
তুমি ভাস্কর্যের মাটি চিরকালীন সৃষ্টির আদর।
তুমি কবির কবিতা পাতায় ,পাতায় হেঁটে চলা নুপুরের শব্দ
তুমি পৃথিবীর গতি নিয়ামক কোনো ঈশ্বরী জ্ঞানে।
তোমার ছিন্ন নগ্ন শরীরে ভর করে মহাকালের নৃত্য
প্রথিবী ধ্বংস হলো বলে।
তুমি সৃষ্টির শুরু ,ধ্বংসের সুর
কোনো অকাল শ্রাবনে ভিজতে থাকা মাটি সবুজ ফসল।
নারী তোমার অনন্য রূপ
অনন্য তোমার আত্মার চিরকাল বলিদান।
সংসার ,সিঁদুর ,সম্পর্ক ,যাপন ,জীবন
কোনো পাঁকের মাঝে ফুঁটে ওঠা পদ্মের প্রথম আলাপন।
মোনালিসা থেকে শুরু করে বনলতা ,তারপর নীরা ,আকাশলীনা
তোমার কতো রূপ।
নারী তুমি হৃদ্যিক কোনো শিল্পীর শিল্প
তুমি বন্ধুরূপী ,তুমি পত্নীরূপী ,তোমার মাতৃ রূপ ,তোমার ধ্বংসরূপ।
তুমি আদিম জন্মের প্রথম ইভ ,তুমি মাতৃস্নেহের প্রথম রূপ
তুমি সম্ভাবনার প্রথম কিরণ।
তবু কেন মাঝে মাঝে আমার মনে হয়
তুমি ভীষণ সস্তা ,ভীষণ কমদামি ,শুধু প্রয়োজন সভ্যতার পণ্য ।
No comments:
Post a Comment