অন্য ভূমিকায়
.......... ঋষি
=======================================
তোমাকে ছুঁয়ে যাওয়া
মিশে থাকা জংলা মাটি ,আর কেমন একটা আনছান।
জানি প্রতিটা দরিদ্র হাড়ি সর্বদা চিৎকার করে খিদে খিদে বলে
জানি প্রতিটা একা বাঁচা সর্বদা হাহাকার করে নিজের বলে।
আমার,,,, এটা শুধু কোনো শব্দ নয়
এইটুকু শব্দে জুড়ে থাকে আত্মার কোনো আদরের প্রতিফলন।
যদি হঠাৎ ফুরিয়ে গিয়ে ফিরে আসা যায়
কিংবা ধরো যদি হঠাৎ তুমি সেই ষোড়শী যার চোখের কোনে স্বপ্নের কাজল।
যার আকাঙ্খার মাটিতে তৈরী তার স্বপ্নের সাম্রাজ্য
সে যেন খেলনাবাটি খেলা।
কিন্তু খেলনাবাটির সেই খেলনাগুলো সর্বদা কেন জানি হারিয়ে যায়
কিংবা হঠাৎ নিজের হাতে ভেঙে।
এইভাবে সময় ফুরোতে ফুরোতে রাত পাখি উড়ে যায় কোনো অজানা দেশে
হয়তো বা স্বপ্ন ছিল সেটা কিংবা ইচ্ছা .
ইচ্ছাদের আবদারে বাড়তে থাকা নিঃশ্বাসের শব্দগুলো
নিশুতিরাতে তোমাকে খোঁজে।
কেন যেন মনে হয় পথ ফুরোলে তুমি আছো
আর আছে কিছু স্বপ্ন।
তোমাকে ছুঁয়ে যাওয়াটা
তোমাকে কাছে পাওয়াটা আজকাল আমার অভ্যেস হয়ে গেছে।
জানি প্রতিটা বেঁচে থাকা মিলে যাওয়া সমীকরণ নয়
জানি প্রতিটা একা থাকা বেঁচে থাকার কৌশল নয়।
আমার ,,, এই শব্দটার মধ্যে একটা ইচ্ছা মেশানো আছে
শুধু এইটুকু শব্দে বেঁচে থাকা অন্য ভূমিকায়।
.......... ঋষি
=======================================
তোমাকে ছুঁয়ে যাওয়া
মিশে থাকা জংলা মাটি ,আর কেমন একটা আনছান।
জানি প্রতিটা দরিদ্র হাড়ি সর্বদা চিৎকার করে খিদে খিদে বলে
জানি প্রতিটা একা বাঁচা সর্বদা হাহাকার করে নিজের বলে।
আমার,,,, এটা শুধু কোনো শব্দ নয়
এইটুকু শব্দে জুড়ে থাকে আত্মার কোনো আদরের প্রতিফলন।
যদি হঠাৎ ফুরিয়ে গিয়ে ফিরে আসা যায়
কিংবা ধরো যদি হঠাৎ তুমি সেই ষোড়শী যার চোখের কোনে স্বপ্নের কাজল।
যার আকাঙ্খার মাটিতে তৈরী তার স্বপ্নের সাম্রাজ্য
সে যেন খেলনাবাটি খেলা।
কিন্তু খেলনাবাটির সেই খেলনাগুলো সর্বদা কেন জানি হারিয়ে যায়
কিংবা হঠাৎ নিজের হাতে ভেঙে।
এইভাবে সময় ফুরোতে ফুরোতে রাত পাখি উড়ে যায় কোনো অজানা দেশে
হয়তো বা স্বপ্ন ছিল সেটা কিংবা ইচ্ছা .
ইচ্ছাদের আবদারে বাড়তে থাকা নিঃশ্বাসের শব্দগুলো
নিশুতিরাতে তোমাকে খোঁজে।
কেন যেন মনে হয় পথ ফুরোলে তুমি আছো
আর আছে কিছু স্বপ্ন।
তোমাকে ছুঁয়ে যাওয়াটা
তোমাকে কাছে পাওয়াটা আজকাল আমার অভ্যেস হয়ে গেছে।
জানি প্রতিটা বেঁচে থাকা মিলে যাওয়া সমীকরণ নয়
জানি প্রতিটা একা থাকা বেঁচে থাকার কৌশল নয়।
আমার ,,, এই শব্দটার মধ্যে একটা ইচ্ছা মেশানো আছে
শুধু এইটুকু শব্দে বেঁচে থাকা অন্য ভূমিকায়।
No comments:
Post a Comment