Friday, May 26, 2017

ইন্ডিয়া টুডে

ইন্ডিয়া টুডে
............. ঋষি
===================================================
বাক্সবন্দী শহর ,ফটোফ্রেম ,কৃত্রিম রিমেক
সাদাকালো ছবিগুলো বদলাতে বদলাতে সনি কোম্প্যাক্টে তোলা নড়াচড়া।
গ্রামগুলো একই আছে ,মানসিকতা
শহরের আলো হয়তো কোথাও বড় বড় কথা।
মোদ্দা কথা হলো দেশ বদলাচ্ছে ,উন্নতির সোপানে আট ইঞ্চি আরো খাড়া
কিন্তু আজকাল আট ইঞ্চি নয় মোটা লোহার রড ঢুকে যাচ্ছে।

বেশ তো ছিলাম ,বেশ আছি
স্বাধীনতা দাঁড়াতে দাঁড়াতে ,গনতন্র প্যান্ট পড়তে পড়তে আজকাল বড্ডো সাধারণ।
অসাধারণ পার্টিঅফিসের কর্পোরেট কায়দার ভোলবদল
এটা আসলে বিছানাবদলের মতো কিছুটা সস্তার মেয়েমানুষ।
বেশ তো  আছি ,বেশ ছিলাম
হাতে হাতে মুঠোফোন, দেদার পসরা,শহরের ঝকমকি আলোতে কৃত্রিম সাজানো হাসি।
স্নো পাওডার,বিউটিপার্লার ,কফিশপ
বাইশ ইঞ্চি গজে দেশের স্পেশাল তোহার আই পি এল।
বেশ তো ছিলাম ,বেশ আছি
টু জি ,থ্রি জি ,ফোর জি আর কি চাই
হাত বাড়ালেই এ টি এম , সম্পর্কের ম্যানিকুইন ,হেলদি ফ্রী চেক আপ।
দেশটা বড্ডো বাড়াবাড়ি রকমের সুখী।
আসুন, সব্বাই মিলে -গণতন্ত্রকে সেলাম ঠুকি।

গণতান্রিক এই দেশটার শুধু উন্নতির ছোঁয়া
অনাহারে মৃত্যু ,ফ্যাক্টরি স্ট্রাইক ,চা বাগান বিপ্লব ,চাষি আত্মহত্যা।
ধুস  এই সব খবরের কাগজে রোজ ছাপা হয়
আমার কি ,আমি তো আছি বেশ আমার সাজানো সুখের সাজানো দেশে।
যে মরছে মরুক ,অপুষ্টি যাকে খাচ্ছে খাক,বাড়ির মেয়েছেলে অনাহারে রাস্তায় দাঁড়াক
আমার কি ,আসুন কফি খেতে খেতে ইন্ডিয়া টুডের খবরগুলো এনজয় করি।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...