একটা কবিতা
...... ঋষি
========================================================
একটা কবিতা খুঁজছি
একটা কবিতা আমার কৈশোর থেকে আজকের সময়।
একটা কবিতা চলন্তিকা তোমাকে স্পর্শ করে রাত্রি দিন
একটা কবিতা হাঁটার পথে রূঢ় সময়।
একটা কবিতা শুধু গাছ ও পাখি আর প্রকৃতি
নিস্তব্ধ কালবৈশাখীর উড়তে থাকা পাতা নড়া থামিয়ে এই বিকেলে প্রান্তরে।
একটা কবিতা হোক
অনন্ত দিন চলে যাওয়া প্রেম ও বিরহ মেখে অসীম আবেগে।
একটা কবিতা হোক
সাফল্য ব্যর্থতা মাখা সময়ের বুনিয়াদি অনন্য অস্তিত্বের।
একটা কবিতা হোক
সময়ের ডুবে যাওয়া মন তীব্র বিষাদে কিংবা ছুটে চলা উল্লাসে হরিণী গতিতে।
একটা কবিতা হোক
ছায়া ছায়া অন্য দিন নিকট অতীতে, কখনো যন্ত্রণা, কখনো মুর্ছনাতে।
একটা কবিতা হোক
চলন্তিকা তোমাকে স্পর্শ করে নাভি বেয়ে ওঠা শিড়শিড়ানিতে।
একটা কবিতা হোক
শুধু কষ্টের ,শুধু দূরত্বের ,শুধু হারিয়ে যাওয়ার।
একটা কবিতা হোক
তুমি ছাড়া ,তোমার অতীতের শেষ ঠোঁট ছোঁয়া আলো আঁধারির।
একটা কবিতা খুঁজছি
একটা কবিতা আমার মধ্যাহ্নের শেষ সূর্যের আরাধনায়।
একটা কবিতা চলন্তিকা শুধু তোমার আদরে তোমাকে পাওয়ায়
একটা কবিতা যার গভীরতা স্পর্শে মারিয়ানা খাদ, বহুকাল সাধনার ঈশ্বরকণা।
একটা কবিতা শুধু মানুষের সেলাই করা রিপু আর যন্ত্রনায়
নিস্তব্ধ কোনো একলা দিনে একটা কবিতা যার পরে মন বলবে লিখবো না।
...... ঋষি
========================================================
একটা কবিতা খুঁজছি
একটা কবিতা আমার কৈশোর থেকে আজকের সময়।
একটা কবিতা চলন্তিকা তোমাকে স্পর্শ করে রাত্রি দিন
একটা কবিতা হাঁটার পথে রূঢ় সময়।
একটা কবিতা শুধু গাছ ও পাখি আর প্রকৃতি
নিস্তব্ধ কালবৈশাখীর উড়তে থাকা পাতা নড়া থামিয়ে এই বিকেলে প্রান্তরে।
একটা কবিতা হোক
অনন্ত দিন চলে যাওয়া প্রেম ও বিরহ মেখে অসীম আবেগে।
একটা কবিতা হোক
সাফল্য ব্যর্থতা মাখা সময়ের বুনিয়াদি অনন্য অস্তিত্বের।
একটা কবিতা হোক
সময়ের ডুবে যাওয়া মন তীব্র বিষাদে কিংবা ছুটে চলা উল্লাসে হরিণী গতিতে।
একটা কবিতা হোক
ছায়া ছায়া অন্য দিন নিকট অতীতে, কখনো যন্ত্রণা, কখনো মুর্ছনাতে।
একটা কবিতা হোক
চলন্তিকা তোমাকে স্পর্শ করে নাভি বেয়ে ওঠা শিড়শিড়ানিতে।
একটা কবিতা হোক
শুধু কষ্টের ,শুধু দূরত্বের ,শুধু হারিয়ে যাওয়ার।
একটা কবিতা হোক
তুমি ছাড়া ,তোমার অতীতের শেষ ঠোঁট ছোঁয়া আলো আঁধারির।
একটা কবিতা খুঁজছি
একটা কবিতা আমার মধ্যাহ্নের শেষ সূর্যের আরাধনায়।
একটা কবিতা চলন্তিকা শুধু তোমার আদরে তোমাকে পাওয়ায়
একটা কবিতা যার গভীরতা স্পর্শে মারিয়ানা খাদ, বহুকাল সাধনার ঈশ্বরকণা।
একটা কবিতা শুধু মানুষের সেলাই করা রিপু আর যন্ত্রনায়
নিস্তব্ধ কোনো একলা দিনে একটা কবিতা যার পরে মন বলবে লিখবো না।
No comments:
Post a Comment