Friday, May 12, 2017

শ্বেত সংসার

শ্বেত সংসার
............ ঋষি
===========================================
ছড়ানো বাসনকোসন
শব্দ বহুল চার দেওয়ালে সাজানো সম্পর্কের খেলা।
এখানে অস্থিরতা মানুষের গভীর যন্ত্রনা
আর জীবন অনুচ্চারিত।
আমাদের শহর জুড়ে আস্ফালনে মিথ্যা দেওয়ালের প্রাচীর
ওপারে নীল আকাশ অনন্ত।

পথ চলতে সারাদিন মনে পরে যায় অর্ক
ভুলতে থাকা সম্পর্কের রূপকথা।
সারাদিন শুধু  সিসের শহরে বাস করা গলতে থাকা হৃদয়ের
কিছু তো কারণ ছিল। আছে। থাকবে।
মুখ ফুটে বলবে না অস্তিত্ব ,বেলুনের মুখে মুখ রেখে
বেঁচে থাকা দীর্ঘশ্বাস।
চন্দ্রবিন্দু পর্যায়ে এগিয়ে চলা শ্মশানের খৈ
চিরকাল একটা নিয়ম থেকে যাবে।
কিছু রূপক চিরকাল কোনো অজানা ঈশ্বরের কাছে
চুপচাপ কাঁদবে ,তুমি কখনো বুঝবে না অর্ক।
সব খেলা শেষ হবে
কিন্তু সম্পর্কের আদিম শিরাউপশিরায় আজকাল ঘুণপোকার বাস।

ছড়ানো বাসনকোসন
অলিন্দের ঘুলঘুলিতে মিলে মিশে শ্বেত সংসার।
একটা অনুচ্চারিত নিমন্ত্রণ আজকাল খুব প্রিয়
শিওরের কাছে অনিদ্রায় ভোরের আলো।
আমাদের শহর জুড়ে সাজানো সম্পর্কের আদিম আবর্তন
আমার তো মনে হয় আমি আমি শুধু যন্ত্র। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...