Wednesday, May 24, 2017

সময়ের আদ্রতা

সময়ের আদ্রতা
............ ঋষি
=================================================
পিছন ফিরে তাকাতে নেই
নিষ্কলঙ্ক কোনো অমানবিক দরজার স্মৃতিযাপন।
দরজা  খুলছে  ম্যাডাম
সামনে সার দিয়ে পরে থাকা মৃতদেহগুলো আপনার শৈশব ,আপনার অতীত।
অতিথি এখানে আপনার মতো কিছু মনে পরা দিন
আর চশমার ঝাপসা কাঁচ।

ম্যাডাম কাঁচটা মুছে নিন
নিজের রুমালের পারফিউমে ঢেকে নিন আপনার শরীরে নিজস্ব গন্ধ।
নিজেকে সময়ের হাতে তুলে দিন
আপনার অস্তিত্বের চাবিগুলো ঈশ্বরের মতো কেউ ঘুরিয়ে দিক
আর আপনি চাবিওয়ালা পুতুলের দৃশ্যে যাপন  ,বেশ না ম্যাডাম।
পিছনের দিকে তাকাবেন না
না না আয়নায় খুঁজবেন না নিজেকে সেই ষোড়শী কন্যা।
অনেকটা হা ,হুতাশ ,অনেক কিছু করার ছিল
অনেককিছু আপনার রূঢ় বাস্তবের পায়ের তলায় কাঁচ ফোটার মতো।
রক্তের চাপ হাঁটার পথে
তার চেয়ে কি দরকার পিছনের দিকে তাকাবার।

পিছনে ফিরে তাকাতে নেই
আপনার মেহেগনি আঙুলের ফাঁক গলে চলে যাচ্ছে সময়।
আয়নায় তাকান,নিজের ঠোঁটের লিপস্টিকে নিজেকে ডুবিয়ে দেখে নিন একবার
রূপসী কোনো সূর্যের আগুন।
একটা চটচটে ঘুমের ঠিক মাঝখানে আপনার  শুকনো ঠোঁটে সময়ের রং
হাসছেন ম্যাডাম ,ভাবুন আপনার ঠোঁটের  আর্দ্রতা শুষে নিচ্ছে সময়ের হিউমিড। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...