Friday, May 19, 2017

শুভেচ্ছা সফর

শুভেচ্ছা সফর
............... ঋষি
=====================================================
গ্রীষ্মের প্রখর দুপুরে
এক ফালি মেঘ ,কোনো অদ্ভুত শান্তি চলন্তিকা।
মানুষ নামক চরিত্রটা  চিরকাল কোনো পরাশ্রয়ী বেঁচে থাকা
কোনো অজেয় আশ্রয়ের খোঁজ।
খোঁজ কোনো আদিম অরণ্যে এক ফালি শীতলতার
কিছুটা অদম্য বাঁচতে চাওয়া।
,
দোসর সময়ের  আয়নায় আমাদের নিয়মিত চানঘরে গোপন যাতায়াত
পরিশ্রুত হতে চায় নিয়ম মাফিক মানুষের পরিচয়।
কিন্তু চলন্তিকা আমি তোকে কাদামাখা চাই ,চাই তোকে অরণ্যের মতো প্রকৃতির সুবাসে
কোনো একলা গ্রীষ্ম দিনে শরীরের শুকিয়ে যাওয়া ঘামে।
মুছে নিতে নিতে বলিরেখা চোখের কানাচে গড়িয়ে নামা ঘাম
এই ঋতুরঙ্গ জানে কতটা সাবলীল এই উত্তাপ।
এই সময়  জানে আধ ছেঁড়া সঙ্গমে বিনিদ্র হাজারো রাত কত ফোঁটা রক্ত ছড়ানো
নিষিদ্ধ আঁকিবুকিতে।
বাকিটুকু সবটুকু ফাঁকি প্রশ্রয়ের আশ্রয়ে বাড়তে থাকা স্পন্দন
শুভেচ্ছা সফর লাশকাটা ঘরে।
,
গ্রীষ্মের প্রখর দুপুরে
এক ফালি মেঘ ,কোনো আশা বোধ হয় বৃষ্টি আসবে।
মানুষ নামক চরিত্রটা চিরকাল অন্ধকার গামী  কিন্তু মনে খাঁজে
অনন্ত আলোর খোঁজ।
খোঁজ কোনো প্রখর উত্তাপে বাড়তে থাকা থার্মোমিটারে
চলন্তিকা  শুধু তোর উপস্থিতি, তোর আশ্রয়ের। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...