তোমার গল্প
.......... ঋষি
=======================================================
মধ্যম কোনো একলা দুপুর
দুশো সাতচল্লিশ বার তোমার গল্প বলে বলে আমাকে।
অযথা যৌনতা বা অ্যাবস্ট্রাকশনের ডামাডোল এড়িয়ে
নিটোল গল্পের মধ্যে শুধু জুড়ে থাকে শূন্যতা।
শুধু তোমার হাসির পালকের মুকুট পরে
ফিরে আসে জীবন থেকে হারানো অজস্র পুরোনো কবিতার পাতা।
তোমার বুকে, নাভির চারপাশে, আরো নীচে অনেক সুখের মতো একেকটা গল্প আমাদের
যেগুলো পুরোনো হতে হতে কোনো আদিম পাতায় লেখা সমুদ্র সফেন।
অবিরত বাজতে থাকবে হৃদয়ের সিগারেট নিকোটিনে জমে থাকা অভিশাপ
আজ একলা দিনে পরিপাটি সাজানো জীবনে।
মাথার ভিতর অসংখ্য ভ্রমর ,হৃদয়ের ক্যানভাসে আঁকিবুঁকি
নির্ভয়ে বাড়তে থাকা প্রশ্রয়।
আমরা একটা অন্ধকার পৃথিবীর অন্ধকার নাগরিক
তবু চোখের পিলসুজে আমাদের পবিত্র আলোয় একেকটা গল্প চোখের লেন্সের দূরত্ব।
নিভে যাওয়া প্রদীপের ক্ষীণ শেখায় হঠাৎ দপ করে ওঠে
নিজস্ব বাঁচতে থাকা।
দুশো সাতচল্লিশ কেন হাজারো বার তোমার গল্প আমাকে বললেও
এই একলা সময় ফুরোবার কারণ
নিতান্ত আমার।
মধ্যম কোনো একলা দুপুর
দুশো সাতচল্লিশ বার তোমার গল্প বলে আমাকে।
গল্পের ভিতরে আঙুল ছোঁয়ালে এক আশ্চর্য ম্যাজিক , এক আশ্চর্য শিহরণ
যেন প্রথম প্রহরে সূর্যের প্রথম আলো।
পৃথিবী ঘুমিয়ে পরে অন্ধকার সময় হাবুডুবু খায় তোমার গল্পে
তবু দেখো তোমার গল্পরা বরংআবর প্রথম শোনার মতো চিরকালের ,চিরসবুজ।
.......... ঋষি
=======================================================
মধ্যম কোনো একলা দুপুর
দুশো সাতচল্লিশ বার তোমার গল্প বলে বলে আমাকে।
অযথা যৌনতা বা অ্যাবস্ট্রাকশনের ডামাডোল এড়িয়ে
নিটোল গল্পের মধ্যে শুধু জুড়ে থাকে শূন্যতা।
শুধু তোমার হাসির পালকের মুকুট পরে
ফিরে আসে জীবন থেকে হারানো অজস্র পুরোনো কবিতার পাতা।
তোমার বুকে, নাভির চারপাশে, আরো নীচে অনেক সুখের মতো একেকটা গল্প আমাদের
যেগুলো পুরোনো হতে হতে কোনো আদিম পাতায় লেখা সমুদ্র সফেন।
অবিরত বাজতে থাকবে হৃদয়ের সিগারেট নিকোটিনে জমে থাকা অভিশাপ
আজ একলা দিনে পরিপাটি সাজানো জীবনে।
মাথার ভিতর অসংখ্য ভ্রমর ,হৃদয়ের ক্যানভাসে আঁকিবুঁকি
নির্ভয়ে বাড়তে থাকা প্রশ্রয়।
আমরা একটা অন্ধকার পৃথিবীর অন্ধকার নাগরিক
তবু চোখের পিলসুজে আমাদের পবিত্র আলোয় একেকটা গল্প চোখের লেন্সের দূরত্ব।
নিভে যাওয়া প্রদীপের ক্ষীণ শেখায় হঠাৎ দপ করে ওঠে
নিজস্ব বাঁচতে থাকা।
দুশো সাতচল্লিশ কেন হাজারো বার তোমার গল্প আমাকে বললেও
এই একলা সময় ফুরোবার কারণ
নিতান্ত আমার।
মধ্যম কোনো একলা দুপুর
দুশো সাতচল্লিশ বার তোমার গল্প বলে আমাকে।
গল্পের ভিতরে আঙুল ছোঁয়ালে এক আশ্চর্য ম্যাজিক , এক আশ্চর্য শিহরণ
যেন প্রথম প্রহরে সূর্যের প্রথম আলো।
পৃথিবী ঘুমিয়ে পরে অন্ধকার সময় হাবুডুবু খায় তোমার গল্পে
তবু দেখো তোমার গল্পরা বরংআবর প্রথম শোনার মতো চিরকালের ,চিরসবুজ।
No comments:
Post a Comment