Wednesday, May 17, 2017

কিছু না বলা উত্তাপ

কিছু না বলা উত্তাপ
............ ঋষি
==============================================
কিছু উত্তাপের পারদ তোমার ওই চওড়া ঠোঁটে
শহরে কোনো নিতান্ত দুর্বলতায় যদি জড়িয়ে চুমু খাই।
মনে রেখো সেদিন চারপাশ নিস্তব্ধ
কোনো রাজনৈতিক চিৎকার ,শহরের ভিড় ,কিছুই থাকবে না।
শুধু থাকবে এই চোখ তোমার চোখে
আর কিছু না বলা উত্তাপ।

ক্রমশ  উত্তাপে লাগবে জ্বর
আরো গভীরে কোনো মেঘ আকাশ ভেঙে পড়বে।
ক্রমশ খসে পড়বে একের পর একের পর এক দরজা
আরো অনন্ত কিন্তু ইচ্ছা তখন বৃষ্টি।
একটা বিস্ফোরণ আকাশের গায়ে লোকে বলে বিদ্যুত
আমি তখন কবিতা।
ক্রমশ ছড়িয়ে পড়ছি শহর ছেড়ে তোমার বুকে। আরো নিচে। আরো গভীরে
ক্রমশ আরো কাছে তুমি ,খুব কাছে।
চাপা নিঃশ্বাসে দৃষ্টি ভেঙে পড়বে
বাইরে তখন তুমুল বৃষ্টি ,আর তুমি ,আমি একদম চুপ।

কিছু উত্তাপের পারদ তোমার ওই চওড়া ঠোঁটে
শহরের কোনো দৃষ্টি ভাঙা বাঁধ আজ শুধু ভেঙে পড়ার অপেক্ষায়।
মনে রেখো আজ সময়টা ভীষণ আগুন
কোনো নীরব চিৎকার দরজা ভাঙছে বুকের ভিতর।
শুধু রাখবো আমার এই হাত তোমার হাতে
তারপর সবটাই কবিতা। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...