Wednesday, May 17, 2017

গভীরে আয়

গভীরে আয়
..... ঋষি
===============================================
অনু তুই আকাশের দিকে তাকিয়ে
স্বপ্ন খুঁজছিস।
হারিয়ে যাওয়া ইচ্ছাদের ছোট ছোট চকমকি তলোয়ারী
ছিন্নভিন্ন নীল রং আরো অন্ধকার।
মেঘ করেছে অনু
এবার দু এক ফোঁটা বৃষ্টি দরকারি ।

তোর ছুটে  আসা সময়ের ফোঁটাগুলো এলোমেলো ভীষণ ঝড়
দুর্বল গাছের শুকনো পাতাগুলো তোর প্রশস্ত বুকে।
এলোমেলো লাগছে অনু
জানলার বাইরে হাত বাড়িয়ে আকাশ ধরার লোভ।
বড় একলা লাগছে অনু
আজ আর সরবরাহ না শুধু কিছু প্রতীক্ষা।
আজ আর কোনো  ইচ্ছা নয় শুধু ইচ্ছাবৃষ্টি
এই পৃথিবীর মাটিতে লাগুক সোঁদা গন্ধ তোর শরীরে।
আরেকটু কাছে আসি
এই তো দু এক ফোঁটা। .... বৃষ্টি।

অনু তুই আকাশের দিকে তাকিয়ে
হাসি খুঁজছিস।
আমার স্বপ্নের লুকোনো কয়েক ফোঁটা নীরবতা তুই পেতে চাইছিস
আয় বৃষ্টি আয় রে ,আরো  গভীরে  আয়।
ভিজে যাক আমার অসামাজিক শরীরের নির্বাক ইচ্ছারা
মনের পরিধিতে এখন ঝাপসা তুই। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...