Saturday, May 20, 2017

পাগলামি (৩)


পাগলামি (৩)
... ঋষি
==========================================================
Ehsaan tera hoga mujh par
Dil chahta hai woh kehne do
Mujhe tumse mohabbat ho gayi hai
Mujhe palko ki chaanv mein rehne do
.
এতটা অনুভূতি ,এতটা স্পর্শ
চলন্তিকা আকাশের মেঘে আজকাল বড়ো বেশি লালচে মেঘ।
মহম্মদ রফির গলায় কোনো এক অদ্ভুত মেঘ
এই গ্রীষ্মের দুপুরে হাজারো  কোটি মেঘ ভাঙার পর।
হৃদয়ের কোনে জল জমছে
কোথাও একটা গভীর বৃষ্টির আকাঙ্খা।
.
আমি  কখনো তোমাকে বৃষ্টি বলে ডাকি নি
কিন্তু বৃষ্টিতে একলা পথ হেঁটেছি বহুবার একা একা তোমার সাথে।
গ্রীষ্মের দুপুরে তোমার প্রতীক্ষায়
যখন সারা অস্তিত্বে থৈ থৈ ঘাম তখন তোমাকে মনে করেছি।
বেশ দেখতে পাই
তুমি বৃষ্টি ভেজা কোনো আদরের কবিতা।
তোমার কপাল বেয়ে ,তোমার ঠোঁট ,নাক ,সারা শরীরে অসংখ্য জলের বিন্দু
কোনো অবধারিত কলমের নিবে লেগে থাকা কালো টিপ্।
কেমন যেন আমার ঘোর লাগে
মনে হয় তোমাকে বৃষ্টি বলে ডাকি একবার
অন্তত একবার সত্যি সত্যি তোমার হাত ধরে বৃষ্টিতে পথ হাঁটি।
.
এতটা অনভূতি ,এতটা স্পর্শ
চলন্তিকা আকাশের দিকে তাকিয়ে দেখি ঝড় উঠছে।
চারিদিকে চাপ চাপ মেঘ ,যেন সারা আকাশ জুড়ে আমার সাদা পাতা
আমার কলমে লেগে যাচ্ছে পাগলামি।
তোমাকে বৃষ্টি বলে ডাকি একবার
একবার মহম্মদ রফির গলায় তোমায় জড়িয়ে ধরি বৃষ্টি হয়ে ।
.
Tumne mujhko hansna sikhaaya.. ho..
Tumne mujhko hansna sikhaaya
Rone kahoge ro lenge ab
Rone kahoge ro lenge..

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...