Friday, May 26, 2017

নিরাভরণ

নিরাভরণ
............ ঋষি
=========================================
একটা নতুনত্ব খুঁজে পাই
বিকেলের গুমোট চাপা রৌদ্রের শেষ চলে যাওয়ার মুখে হাসি।
একটা নতুনত্ব তোর বুকের পাটাতনে রাখা সেই টবের গাছটার
বাড়তে চাইছেআরো বড়।  ইচ্ছা মাটির শিকড়।
মাটি আমার বড়ো ভালো লাগে চলন্তিকা
সেটা যে আরো বেশি প্রাপ্য বাঁচতে চাওয়া গাছটার।

কাঠের সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে ইচ্ছারা আকাশের নীলে
ইচ্ছাদের পায়ের শব্দ।
জোড় লাগা সব শরীরগুলো এই গুমোট গরমে প্রেমে ব্যস্ত
এটাই নিশ্চিত যে প্রেমের কোনো শরীর হয় না।
এটা ভীষণ জাগতিক কোনো ক্রমশ প্রকাশ।
আরো গভীরে যাও.
বিকেলের তোমার সদ্য স্নান সারা শরীরের গোপন ইচ্চারা
আস্কারা দিচ্ছে অনুপাত।
নিরাভরণ তোমার চুলের ঝরতে থাকা রেণুগুলো
সব পাহাড়ি হেঁটে চলা।
সামনে চলে যাওয়া দিনের যাপনের গন্ধ ফুরিয়ে
আবার আসা বাতাস এখনো চঞ্চল।

একটা নতুনত্ব খুঁজে পাই
ডুবতে থাকা সূর্য ,উত্তপ্ত সড়ক আর মুখোমুখি আমি তুমি।
আমার শহরের গোপন ইচ্ছারা পারিজাতের প্রশস্ত ভাবনায়
তোমার বুকের পাটাতনে ফুল ফুটছে।
কোনো মাটিমাখা একলা আমি শুধু মাত্র চলন্তিকা ভাবনায়
সেটা যে ভীষণ জরুরী বাঁচতে চাওয়া গাছটার।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...