Friday, May 5, 2017

কথাকলি

কথাকলি
........... ঋষি
===========================================
কতগুলো দেওয়াল আষ্ঠেপৃষ্ঠে বেঁধে রাখা কথাকলি
মিথ্যা কিছু নয় এই সভ্যতায়।
নহন্যতে  কোনো  জ্বরের শরীরে বাস করা তোর না বলা কথা নয়
সেটা কিছুটা অভিমান।
তোর ঠোঁটের আগুনে আজকাল আমরাও জ্বর আসে
জ্বর চোখে সবটাই সভ্যতায় ফ্যাকাসে।

আমি আগুন লিখতে পারি এমন কিছু নয়
আমি বিদ্রোহের আগুনে সময়কে পুড়িয়ে কাঠকয়লা করি।
আমি তোকে ভালোবাসতে  পারি এমন তো নয়
শুধু নিরাময় খুঁজে বেঁচে থাকা প্রশ্রয়।
বাধ্য আগুনে বাঁধ বাঁধা হাজারো সম্ভ্রম,তোর চোখের তলার কালি
তোর লুকিয়ে রাখা সিলেবাসে আজ সভ্যতা শ্মশান।
সেখানে দুচারটে মৃত দেহ আমারও  থাকে কথাকলি
সেখানে কিছু মৃত স্বপ্ন আমার ঘর।
ঘর ভাঙলে বাঁধ দেওয়া যায়
কিন্তু বাঁধ ভাঙলে সেটা শুধু অপেক্ষা মৃত্যুর।

হৃদয়ের দেওয়ালে আষ্ঠেপৃষ্ঠে  লেপ্টে থাকা কিছু প্রশ্রয়
আকাশের তারাদের মতো শুধু ঘুম নেই।
নহন্যতে কোনো জ্বরের শরীরে বেঁচে থাকা নয়
সেখানে একটা আকুতি থাকে ,বলা যায় ধিক ধিক করে জমতে থাকা ক্ষোভ।
আর বৃষ্টিতে ভেজা নয় কথাকলি
বৃষ্টিতে শুধু  শরীরটুকু ভেজে। কিন্তু তাকে কি ভেজানো যায় ? 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...