মধ্যবিত্ত
............ ঋষি
=================================================
তোমার ব্রার শেষ স্ট্রাপটা খুলে ফেললাম
সামনে উন্মুক্ত পাহাড়ের শীর্ষে কোমল কোনো আদর।
মধ্যবিত্ত পর্যায়ের স্বপ্নের নারীরা সর্বদা ভীষণ উন্মুক্ত হয় তোমার মতো
অসময়ের সরে যাওয়া আঁচল মধ্যবিত্ত চোখের মনি।
আর যদি কোনোক্রমে তোমার নাভির নিচে নামি
তবে তো আর চোখ ফেরানো যায় না।
সাতটা পাঁচটা অফিস ,বাসের জ্যাম ,পথচলতি মধ্যবত্তি চোখ
বারংবার পিছলে পরে কোনো সুন্দরী নারী তোমার প্রতি।
এটা মধ্যবিত্তের দোষ নয়
একটা স্বভাব যখন মানুষের অন্ত স্পৃহায় স্বপ্ন খোঁজে ফেরে।
নুন আনতে পান্তা শেষ হওয়া সম্বল ,মাছের বাজারে দরকষাকষি
গিন্নির সাথে ঝগড়া।
মশাই একটা আশ্রয় খোঁজে ,একটা মুক্তি
শুনতে ভালো না লাগলেও ,এটাই সত্যি , পুরুষের চোখে পর নারী সর্বদাই মধুময়।
আর বাকিটুকু শুধু যন্ত্রনা
মধ্যবিত্ত কি দোষ করলো ,মশাই পুরাকালের ঋষি মুনির ধ্যান ভেঙে গেছে
আর নিতান্ত সাধারণ মানুষ।
তোমার ব্রার শেষ স্ট্রাপটা খুলে গেলো
সামনে উন্মুক্ত পাহাড়ে শেষ সূর্যের আলোয় বোধ হয় মনের সকাল।
মধ্যবিত্ত মানুষগুলো একটু মধ্যবিত্ত হয় ,হঠাৎ ঘুম ভেঙে গেলো
ছেলের মুখ ,স্ত্রীর মুখ ,সংসারের দায়িত্ব ,সমাজের অবস্থান।
মধ্যবিত্ত ভীরুপথে ঘরে ফিরে যাচ্ছে
তখন সেই স্বপ্নের পর্যায়ে উন্মুক্ত নারী ,খুব হাসছে ,শালা মধ্যবিত্ত।
............ ঋষি
=================================================
তোমার ব্রার শেষ স্ট্রাপটা খুলে ফেললাম
সামনে উন্মুক্ত পাহাড়ের শীর্ষে কোমল কোনো আদর।
মধ্যবিত্ত পর্যায়ের স্বপ্নের নারীরা সর্বদা ভীষণ উন্মুক্ত হয় তোমার মতো
অসময়ের সরে যাওয়া আঁচল মধ্যবিত্ত চোখের মনি।
আর যদি কোনোক্রমে তোমার নাভির নিচে নামি
তবে তো আর চোখ ফেরানো যায় না।
সাতটা পাঁচটা অফিস ,বাসের জ্যাম ,পথচলতি মধ্যবত্তি চোখ
বারংবার পিছলে পরে কোনো সুন্দরী নারী তোমার প্রতি।
এটা মধ্যবিত্তের দোষ নয়
একটা স্বভাব যখন মানুষের অন্ত স্পৃহায় স্বপ্ন খোঁজে ফেরে।
নুন আনতে পান্তা শেষ হওয়া সম্বল ,মাছের বাজারে দরকষাকষি
গিন্নির সাথে ঝগড়া।
মশাই একটা আশ্রয় খোঁজে ,একটা মুক্তি
শুনতে ভালো না লাগলেও ,এটাই সত্যি , পুরুষের চোখে পর নারী সর্বদাই মধুময়।
আর বাকিটুকু শুধু যন্ত্রনা
মধ্যবিত্ত কি দোষ করলো ,মশাই পুরাকালের ঋষি মুনির ধ্যান ভেঙে গেছে
আর নিতান্ত সাধারণ মানুষ।
তোমার ব্রার শেষ স্ট্রাপটা খুলে গেলো
সামনে উন্মুক্ত পাহাড়ে শেষ সূর্যের আলোয় বোধ হয় মনের সকাল।
মধ্যবিত্ত মানুষগুলো একটু মধ্যবিত্ত হয় ,হঠাৎ ঘুম ভেঙে গেলো
ছেলের মুখ ,স্ত্রীর মুখ ,সংসারের দায়িত্ব ,সমাজের অবস্থান।
মধ্যবিত্ত ভীরুপথে ঘরে ফিরে যাচ্ছে
তখন সেই স্বপ্নের পর্যায়ে উন্মুক্ত নারী ,খুব হাসছে ,শালা মধ্যবিত্ত।
No comments:
Post a Comment