কতটুকু দূরত্ব
......... ঋষি
==============================================
কতটুকু দূরত্ব তুমি চাও
ইচ্ছা রাখো কোনো উর্বর জমির উপর বিশাল বৃক্ষের।
বিশাল একটা কাঁধ ,একটা যত্নের হাত
আর জীবন সে তো মাঝি নৌকায় ছায়ের তলায় বাঁচতে থাকা আশ্রয়।
ঠিক কতটুকু দূরত্ব তুমি চাও
এই দু চোখের ফাঁকে ,এই নিঃশ্বাসের মাঝে ,বেঁচে থাকায়।
একটা চওড়া রাস্তা
তার মাঝখানে ব্যারিকেড দেওয়া যাওয়া আর আসা।
কেউ কখনো কোনো হিসেবে রাখে না ,কেউ কখনো মনে রাখে না
জীবন ঠিক এমনি একটা হিসেব।
দরজার উপর কুলুঙ্গিতে রাখা একটা বিশ্বাসের ভিতে
যেখানে শুধু ভালো থাকা।
বালিশের ফাঁকে শুয়ে থাকা না বলাগুলো তুমি যেন চলন্তিকা
একটা অভিমান ঠিক আকাশ বাঁধা।
কোনো অন্ধকার সিলিঙের উপর দমবন্ধ করা ঘুলঘুলিতে সাদা পায়রার বাস
তুমি যেন পায়রার বকবকানি ,তাদের মুক্তি।
তবে মানুষ কেন পারে না
চারদেয়ালের হিসেবে নিজেকে হিসেবি করতে।
কতটুকু দূরত্ব তুমি চাও
ইচ্ছা রাখো কোনো বিশাল বৃক্ষের ছায়ায় একটা জীবন।
পথ চলে যায় স্বপ্নের সিনেমাহলে তোমার প্রিয় প্রণয়ের খোঁজে
হাতে হাত ,পপকর্ন আর কিছুটা একসাথে।
কিন্তু নিয়মিত পথচলা তুমি দূরত্বে
চলন্তিকা এই দু চোখের ফাঁকে ,আমার নিঃশ্বাসে ,বেঁচে থাকায়।
......... ঋষি
==============================================
কতটুকু দূরত্ব তুমি চাও
ইচ্ছা রাখো কোনো উর্বর জমির উপর বিশাল বৃক্ষের।
বিশাল একটা কাঁধ ,একটা যত্নের হাত
আর জীবন সে তো মাঝি নৌকায় ছায়ের তলায় বাঁচতে থাকা আশ্রয়।
ঠিক কতটুকু দূরত্ব তুমি চাও
এই দু চোখের ফাঁকে ,এই নিঃশ্বাসের মাঝে ,বেঁচে থাকায়।
একটা চওড়া রাস্তা
তার মাঝখানে ব্যারিকেড দেওয়া যাওয়া আর আসা।
কেউ কখনো কোনো হিসেবে রাখে না ,কেউ কখনো মনে রাখে না
জীবন ঠিক এমনি একটা হিসেব।
দরজার উপর কুলুঙ্গিতে রাখা একটা বিশ্বাসের ভিতে
যেখানে শুধু ভালো থাকা।
বালিশের ফাঁকে শুয়ে থাকা না বলাগুলো তুমি যেন চলন্তিকা
একটা অভিমান ঠিক আকাশ বাঁধা।
কোনো অন্ধকার সিলিঙের উপর দমবন্ধ করা ঘুলঘুলিতে সাদা পায়রার বাস
তুমি যেন পায়রার বকবকানি ,তাদের মুক্তি।
তবে মানুষ কেন পারে না
চারদেয়ালের হিসেবে নিজেকে হিসেবি করতে।
কতটুকু দূরত্ব তুমি চাও
ইচ্ছা রাখো কোনো বিশাল বৃক্ষের ছায়ায় একটা জীবন।
পথ চলে যায় স্বপ্নের সিনেমাহলে তোমার প্রিয় প্রণয়ের খোঁজে
হাতে হাত ,পপকর্ন আর কিছুটা একসাথে।
কিন্তু নিয়মিত পথচলা তুমি দূরত্বে
চলন্তিকা এই দু চোখের ফাঁকে ,আমার নিঃশ্বাসে ,বেঁচে থাকায়।
No comments:
Post a Comment