Wednesday, February 26, 2020

কথপোকথন


কথপোকথন
... ঋষি

একটা মধ্যবয়সী বিকেলে
একজন পুরুষ আর নারী কথপোকথনে  রত,
সম্ভাব্য কারণ শুধুই কিছুটা ভালো সময় কাটানো নয়
একটা অভাব কাজ করে।
অভাব সময়ের, অভাব উপস্থিতির কিংবা  অনেকটা না পাওয়া
কিংবা নিজেদের অতৃপ্তি ইতিকথা।

ওদের  কথোপকথনে  উঠে আসে  পাথরের শব্দ
ঝড়ের প্রকৃতি সামলে আবহাওয়া সংবাদে পাওয়া যায়
গাছ ভাঙার সংখ্যা , মৃত্যুর সংবাদ
কিংবা
উঁচু পাহাড়ে দাঁড়িয়ে একে অপরে চিৎকার করে নিজের নাম ধরে
নামগুলো মিলে যায়, পদবী বাদে।

সময়ের কথপোকথনে 
শহরের মধ্যে যতবার  সম্পর্ক ভাঙতে দেখেছি
তারথেকে বেশিবার অন্যদের হাত ধরে ঘুরতে দেখেছি।
ইতিহাসে কত প্রেমে, অজস্র মৃত্যু, প্রতিহিংসাতে
স্তরে স্তরে যুগে যুগে নেমে এসেছে গুপ্ত প্রস্তাব
গুপ্ত হত্যা।
সময় ইতিহাসকে সাক্ষী রাখে ভবিষ্যৎ পথচলায়
পথচলা ফুরোয় না
ফুরোয় না কথপোকথন ।
শুধু গুপ্ত সংখ্যাতে বাড়তে থাকে প্রচেষ্টা বেঁচে থাকা
আসলে পৃথিবীতে বায়ুশুন্য স্থান থাকে না কখনো।
শুধু কথপোকথন গুলো কখন যেন অভ্যেস হয়ে যায়
আর অভ্যেসগুলো বাঁচা।


No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...