Thursday, February 20, 2020

যোগাযোগ


যোগাযোগ
... ঋষি

সব তো আছে ,
ট্রেন বাস এরোপ্লেন ,চিঠিডাকঘর,ইমেইল,মুঠোফোন,রেডিও,টেলিভিশনে
তবুও।
দুনিয়া করলে মুঠঠিমে শ্লোগান চড়ে আমাদের ছুটোছুটি
তবুও
এতদূরে ।
.
হাইটেক সময়
এম্বুলেন্স , হুইসেল সাইরেন জ্বলে উঠছে বেজে উঠছে
তবুও
মৃত্যু চোখে দেখাচ্ছে ভবিষ্যৎকে।
রাস্তায় রাস্তায় চেকপোস্ট ট্রাফিক,জেব্রাক্রসিং
লাল ,সবুজ ,গোলাপি
তবুও
তোমার খোলা আকাশে  নিঃসঙ্গতা জমাট বাঁধছে।
.
ব্যস্ত ইঁদুর দৌড়
ইঁদুর দৌড়োচ্ছে সময় নামক জঙ্গলে সময়ের মুখের থেকে দূরে
তবুও ,
আমাদের দূরত্বে নিয়ম বাড়ছে  ক্রমশ এগিয়ে যাওয়া প্রিয় অন্ধকারে।
কাগজের এরোপ্লেন সারা আকাশে
ধাক্কা খাচ্ছে আকাশ ছোঁয়া নিয়মের বাড়ি
আর সারি দেওয়া নিয়মমাফিক নাগরিক পথ চলায়।
.
যোগাযোগ ক্রমাগত ক্ষীণ থেকে ক্ষীণতর
তরঙ্গমাত্রায় মনের তোড়ঙ্গে বন্দি মন
তবুও ,
শুধুমাত্র মনে মনে আমাদের রোজ আসা যাওয়া সেড়ে নেওয়া।
যোগাযোগ আমাদের প্রথম প্রতিবার
হাজারো  বছর আর এতটুকু কথোপকথন ছাড়া আর কি ?
আমাদের কেন আগ্রহ এত সাজানো ভিড়ে ?

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...