Friday, February 28, 2020

পুজো


পুজো
.... ঋষি

এভাবে হয় না পুজো
গোলাপী ঠোঁট ,লিপস্টিকের  ডাক ,তাঁতের শাড়ি ,
কোলকাতা আবার কলকাতা হয়ে গেছে
তবু মানুষের পুজোগুলো শুধুই ধর্ম আগলে ।
পৃথিবী গুগুল সার্চ ইঞ্জিনে আজ চাঁদের কাছে পৌঁছে গেছে
তবু পুজো করতে আজও গঙ্গাজল  লাগে।
.
পুজোর কথা মনে করতে
আমার মনে পড়লো মফস্বলের সেই পুজোর  মেলার কথা ,
যেখানে তোমাকে আমি প্রথম দেখি তোমার প্রেমিকের সাথে।
তোমার মুখের হাসি
খেলার মাঠের পাশে সেই ঝোঁপ আগলে তোমার প্রথম চুমু
প্রেমিকের বুক ঘেঁষে আকাশে দেখা স্বপ্ন ,
সবটাই আমি লুকিয়ে দেখি আমার ভাবনায়।
আজ সেই তুমি ,তোমাকে গভীর থেকে ছুঁয়ে দেখি হিংস্র অগ্ন্যুপাত
কতটা হিংস্রতা লেগে আছে তোমার গোপনে
কষ্ট নষ্ট হৃদয় ।
.
সময় আজকাল  বড় দু:খের কথা বলে
চুপিচুপি গাছেদের অন্ধকার শিশিরের ভালোবাসা লেগে থাকে জানি।
নি:সঙ্গতা চিরকাল  প্রেম জন্ম দেয়
জন্মানো অন্ধকার খুঁজতে থাকে অধিকার " খোলা আকাশ " ,
আকাশের গায়ে ঘরে ফেরা পাখিটা জানে সময়ের দুঃখ।
অন্ধকারে শাঁখ বাজতে থাকে
মানুষ আবার নিঃসঙ্গতায় ঈশ্বর খোঁজে নিজের গভীরে।
এগুলো গোপন কথা
বলতে নেই ,
আমরা দুজনে জানি
ভালোবাসায় ছুঁয়ে থাকা স্পর্শগুলো আসলে মানুষের পুজো।
আর পুজো বলে মানুষ যেটা করে সকাল ,সন্ধ্যা
সেটা আসলে ভয় ,
মানুষের মৃত্যুর।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...