Thursday, February 6, 2020

এক এককে দুই

এক এককে দুই
.... ঋষি

ভাবনা ক্লোরফিল দৃশ্য বোনে উল ও কাঁটায়
শীতের দুপুর ঘুমিয়ে পরে একলা বারান্দায় দাঁড়ানো উষ্ণ ওমে।
বাফারিং থেমে গেলে সটান ঢুকে পড়ি বিজ্ঞাপনে
শৈশব থেকে স্মৃতি কুঁড়িয়ে পতিত জমি খোঁজে নিঃশ্বাসের আবদার ।
খোঁজা শেষ  হলে মেরুদণ্ডের পান্ডুলিপিতে
রাসায়নিক বিক্রিয়া, উজান ভাটা,
উপেক্ষা করে চলা আলো মিশে যায় দূরে নিরালায় ।
.
গোটা আপেল আর একটা কামড়ানো  খাওয়া আপেল
 নববধুর কপালে অক্ষত গোল টিপ ও লেপ্টে যাওয়া সিঁদুর সময়ে।
প্রবাদ ও পরিখা টপকে দল আর বিদ্রোহ ঢোঁক গেলে
স্বর্গরাজ্যের দিকে পা বাড়ায় অসুরবাহিনী।
যাচ্ছে যারা তাদের জন্যে মেঘের দেশে রাজকাহিনী
সময় মাঝে মাঝে বেশ্যা হয়ে যায় ।
.
রাষ্ট্রের কাছে মানুষ বোবা জানোয়ার
দেয়ালে লেখা কথাগুলো মানুষের বদলে সময় ধ্বংস করে।
সাপ ও সাধিকা এক থালায় ভাত খায়
চেটে পুটে খায় বেঈমান সময় রমণীর শরীরের  আঁশ গন্ধ।
কে  কি বুঝলো জানি না
সময়ের  আয়না ভেঙে সময়ের মুখ সবটাই হজম করে কবিতার পাঠক।
সময়  হারানোর গল্প ও প্রতিদিনের দেখা দৃশ্যাবলী
কবিতায় আশ্রয় চায়।
টুকরো দৃশ্যগুলি জোড়া দিতে দিতে একটা গোটা শহর তৈরী হয়
তারপর পাখি উড়ে যায় ,সময়  মোষ চড়ায়।
ঝোপ ঝাড় জঙ্গলময় জীবনে উঁচুনিচু পথ পেরিয়ে
সত্যি উপলব্ধি
শেষ পর্যন্ত মিথ্যে হতে চেয়ে  গৃহত্যাগী হয়েই যায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...