Saturday, February 1, 2020

মুখোশ মানুষ


মুখোশ মানুষ
... ঋষি

মুখোমুখি দাঁড় করানো সময়
নিজের মুখোশ খুলে বারংবার রং মাখাতে ব্যস্ত সময় ,
নিজের ছায়ার সাথে দিনদিন পথচলা
নদীরে জলে মুখ দেখা
নোনতা মুখ ,মিষ্টি জলে।
.
সীমান্তে ছুঁয়ে থাকা এক ফালি রোদ
মূল্যহীন শহরের দরজা খুলে বেঁচে থাকা প্রতিদিন ,
কি বেশ বলো তুমি মন্দবাসা।
বর্ণমালার পচা গলা শব্দকোষে হাজারো শব্দ শুধু অনুভূতিতে আশ্রিত
প্রত্যাশার পালক চড়িয়ে ভুলতে থাকা রোজকার  আকাশ
যেখানে একলা  হওয়া মানে অসুখ
ভুলতে থাকা পাখিদের ওড়ার সুখ।
.
কুপমন্ডুক অন্ধকার
নরম বিছানা সাজিয়ে হরিণীর ভীতু চোখে বাঁচা
যে মেয়েটা অনায়াসে ধারণ করতে পারে মিথ্যা কবচ ,সত্যি দুঃখ
তার চোখে ভালোবাসা ?
রাত্রের আদুল গায়ে শুয়ে থাকা নক্ষত্ররা আকাশের গায়ে
যে মেয়েটা সামাজিক হলুদ আর সিঁদুরের রঙে রাঙানো
তার চোখে একলা থাকা ?
সত্যি
মুঠোয় ভরা উপনিষদের বাণী কিংবা গীতায় লেখা
বর্ণহীন ,গন্ধহীন ছিদ্রানেশী শ্লোক
মিথ্যা প্রেম ,মিথ্যা স্নেহ ,মিথ্যা বাঁচা ,তুমি আসলে কিছুই নও
সময় সব ,
মুখোশের মুখ ,জন্মের শোক
সাজানো শহরের চিৎকার,
 .....মুখোশ  মানুষ।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...