Friday, February 28, 2020

বেলুনওয়ালা


বেলুনওয়ালা
.... ঋষি

কথা ছিল সাথে থাকবে
কথা ছিল না আমি লিখবো আগুন সময়ের পুরোনো কাগজে।
কথা ছিল একটা ছবি আঁকা হবে
আকাশে গায়ে বেলুন লাল ,সবুজ  ভাসিয়ে শহরটাকে বদলে দেওয়া হবে ,
কিন্তু আজও সেই বেলুনওয়ালা শহরের রাস্তায়
স্বপ্ন ফেরি করে।

আজও দেখো  ধ্বংসের পাশে জেগে আছে অনেক রাস্তা
আজ দেখো  কত পলাশের ফুল ,কতো  সবুজ স্বপ্ন শহরের মিউজিয়ামে রাখা ,
যে মফস্বলে  ট্রেনটা  বাতিল হয়ে গেছে বহুদিন
আজও দেখো  সেই ট্রেন স্টেশনে অন্ধকারে মাঝরাতে আসে
হুইসেল বাজিয়ে জানান  দেয়
আজও আশা বেঁচে  ,
প্যাটফর্মের পাশের চায়ের দোকানে তখন এক টানা বেজে চলে
" দিল তো প্যাগাল হ্যা ,দিল দিবানা হ্যা  " ।

কথা ছিল পাশে থাকবে
যেমন থাকে দিনের পাশে রাত আর সময়ের গভীরে নিশ্বাস ।
কথা ছিল না আমি একলা দাঁড়িয়ে মাঝরাস্তায় নিয়ন বুকে
শহর লিখবো ,
শহরের কোনো ছোট খুপরিতে তখন লোডশেডিং ,
ঘরের মাঝে একটা শিশু কাঁদছে
আর মা বলছে ভয় পাস্ না খোকন " আলো ঠিক চলে আসবে "।
আজ আর স্টেশনের নাম মনে পড়ে না
আজ আর ট্রেনের নামটাও মনে পরে ,
হঠাৎ মাঝ রাতে মনে পরে
এই শহরের রাস্তায় একজন বেলুনওয়ালা প্রেমিক হয়ে গেছিল
যে আজও আকাশে গ্যাসবেলুন ওড়ায় ,ওড়ায় জীবন
যে আজও অন্ধকারে আলো খোঁজে।


No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...