Friday, February 14, 2020

চোখের বালি

চোখের বালি
.....ঋষি

বাঁধন ছিঁড়ছে,ছিঁড়ছে অন্যমনস্ক বেঁচে থাকা
মানুষগুলো অবচেতনায় সন্ধি করে,
সন্ধি করে অন্ধকার শহর, গলি মনেতে মানুষের সাথে।
ফ্ল্যাসব্যাকে ঝলসে ওঠে চোখের বালি
মানুষ সত্যিগুলো ভুলতে পারে না স্মৃতি চিহ্নে।

চামড়া পুরনো হয়ে গেলে খড়ি ওঠে
শুকিয়ে যাওয়া সময়ে জল দেওয়া,সার দেওয়া
মানুষের বোকামি।
তবুও আশায় মরে চাষা
তবুও মানুষ আকাশের দিকে তাকিয়ে অসময় বৃষ্টি ফোঁটা খোঁজে
যদি এক ফোঁটা জীবন ফিরে পাওয়া যায়।

আমি আকাশ দেখেছি চলন্তিকা
রেল লাইনের কামড়ায় " হঠাৎ দেখা " রবি ঠাকুর তোমাকে বুঝতে চেয়েছি।
জীবন হলো সময়ের যোগফল
জীবন মানে শুন্যস্থান নয়,
অথচ আমি সময় আঁকতে আঁকতে ভুলে গেছি আমি সাধারণ।
সাধারণ শব্দটা এত সহজ যে মানুষ বুঝতে ভুল করে
গুলিয়ে ফেলে
তখন সবকিছু অন্ধকার হয়ে যায়
আর মানুষগুলোকে ফিরতেই হয় অন্ধকারে।
জানি এই হত্যাগুলো হাজারো মৃত্যুর মতো খুব সাধারণ
অথচ অন্ধকার শহরের রাস্তায় আজও নিয়ন  পোড়ে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...