Saturday, December 21, 2013

RISHI026@GMAIL.COM


....... অন্ধকূপ
লেখক : ঋষি

যদি দিতেই হয় তবে নিও জীবন
দিয়ে যেও জোত্স্না আলোয় আধ খাওয়া চাঁদ।
নক্ষত্রদের ভিড়ে নিজেকে সরিয়ে নিয়ে
দিও যেও আরো অন্ধকার।
যাকে সরাতে না পারে হৃদয়ের আলো
আমি ডুবতেই চাই হৃদয় আঁধারে।
সব আলোর পৃথিবী মাড়িয়ে
আমি চলে যেতে চাই অন্ধ কূপে।
যেখানে থাকবে স্মৃতি,
থাকবে না মগজের হিসেবকরা ঘরগুলো,
আমি তো সব ভুলেই যেতে চাই।

আলাদা করে বিশাল আকাশে নাই বা দেখলাম
কোজাগরী মুখ।
নাই বা জাগলাম রাত্রে পুড়ে যাওয়া বুকে
জ্বলন্ত ছাই নিয়ে।
আমি ও তো বাঁচতে চাই
হাসতে চাই পাগলের মতো জীবন মোহনায়।
নাই বা হলো আলো
তাতে কি এসে গেল
একটা জীবন তুমি দিও আমায়
যেখানে তুমি বাসবে না আমায় ভালো।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...