Saturday, December 21, 2013

.প্রেমাতুর


......প্রেমাতুর
লেখক : ঋষি

পশ্চিম আকাশে কনে দেখা আলোয়
আমি দেখিনি তাকে।
আমি খুঁজেছি ,খুঁজে চলেছি
প্রেম মন মাঝারে।
ভাব সাগরে ডুব দিয়ে তুলে আনা অনুজ্বল মুখগুলো
বড় চোখ টাটায় আজকাল।
সবুজ দিগন্তের ডাকে এক চটচটে রৌদ্রে
দিনান্তের পরে থাকা আধুলি কথায়
খুঁজি তাকে।
সন্ধ্যের পর আজকাল আগুনে পুড়তে যায়
সোনালী আলোর জোত্স্নায়।
সব রুপকথা চুপ থাকে
মুক ভবিষ্যতের আলোয় অন্ধকার রাত।
আর সেখানে চুপ করে থাকা
রাতের নক্ষত্ররা  লুকিয়ে হাসতে থাকে।
চেনা মুখগুলো আজকাল ঝাপসা লাগে
আঁকড়ে থাকা চেনা গাছগুলোর গোড়ায়
রক্ত চোষা  চেতনা বসে থাকে।
আর চেতনার মাঝে আমি প্রেম খুঁজি
আর খুঁজি তাকে।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...