Thursday, December 26, 2013

RISHI026@GMAIL.COM


,,,,আমার মৃত্যু
লেখক : ঋষি

আমার স্বপ্নের শেষ বেলায় মৃত্যু আসে
হামাগুড়ি দিয়ে চারপেয়ে জীবন
হাঁপিয়ে ওঠে।
অন্ধ জীবনের চোরা পথে
কিছু মুখ দেখা দেয় জীবাশ্মের মতো।
কিছু কঙ্কালের মুখে হাসি
কিছু সময়ের ফুল বাসি।
আর আমি ভালোবাসি এই জীবন
আর মরণ সে তো  প্রেমিকার মতো।

ছুঁয়ে থেকে জড়িয়ে থেকে
জীবন নামে অস্তিত্বের মুখে মাছি।
বেঁচে থাকা খবরে পাতায় রক্তের দাগ
নোনা ছাপ ঠোঁটের গোড়ায় জীবন পথে
চাপ চাপ রক্ত কিছু স্মৃতি।
ধ্বংস সম্পর্কের লোকাতে চাওয়া রক্ত
দেখা দেই আনমনে হৃদয়ের গোপন কুঠরিতে
বাস করা স্বপ্ন
আর  এই স্বপ্নের  শেষ বেলায় আমার মৃত্যু।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...