Wednesday, December 18, 2013

RISHI026@GMAIL.COM


...... গোপন নদী
লেখক : ঋষি

সন্ধ্যার গড়িয়ে পরা আলোয়
আমার চোখে নেশা লেগে আঠার মতো।
দখিনা হাওয়ায় উড়ে যাওয়া আঁচলের আড়ালে
জড়িয়ে থাকা উষ্ণতায় আমি পাগলপারা তোমার বুকে
এক স্পন্দন , এক গোপন উষ্ণতা।
তোমার খোলা চুলের স্রোতে
যেন কোনো ময়ুরীর নাচ।
ঝরে পরে পেখমের ঠিকরে পরা আগুন
আমার চোখে।
সোনালী সভ্যতার মৃদু আলোকে
এক পরিতৃপ্তি চোখের আলোয় প্রবাহিত।
শিরায় শিরায় স্পন্দিত হৃদয়ের গোপনে
এক বাসনা কাছে থাকার।
স্পর্শ হৃদয়ের ,স্পর্শ কামনার ,স্পর্শ আলিঙ্গনের
প্রবাহিত এক নদী।
হৃদয় সদুর গোপনে তুমি
তোমাকে ছুঁয়ে থাকা তৃপ্তি
প্রতি রক্তক্ষরণে ,জাগরণে আর মরমে।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...