Sunday, December 29, 2013

RISHI026@GMAIL.COM


মৃত্যুর দিন
....লেখক : ঋষি

শোক সভার মিছিলে পিছনের সারিতে তাকাও
কে ওরা ,,,কে ?
সব তো ছিন্নভিন্ন অনির্দিষ্ট সময়ের পারে
এই মিছিল।
ছড়ানো খই,পবিত্র মৃত শব
কিছুক্ষণ পিছনে ফিরে দেখো
কোথায় তারা ,,কোথায় ?
পাবে না ,পাওয়া যায় না
হারিয়ে যাওয়ার পরে মরে যায় সব ,
নির্মম সত্য
মৃত্যু আসে,সন্ধ্যা নামে চোখের পাতায়।
চন্দন তুলসী ,আর নারকীয় গঙ্গা জল
দু এক ফোঁটা চোখের ও  বোধ হয়।
আর কি ,,আর কিছু
দুহাত মাটি বা আগুনের সম্বল।
আর একটা দিন

তোমার আমার মৃত্যুর।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...