Thursday, December 12, 2013

RISHI026@GMAIL.COM


নারী
>>>> ঋষি

বিতর্কের মাঝে কে যেন বলে গেছিল
নারী পরম পবিত্র ,আলোকময় উপস্থিথি।
অনন্ত আঁধারে এক করুনাময়ী আশ্রয়
নারীর জন্য মানুষ ,অহংকার, অনিদ্রা
আর সৃষ্টি।
নারীর জন্য বিষাদ ,কষ্ট ,দুঃখ
গাঁজা ,মদ ,নেশার লাল আকাশ।
নারীর জন্য বাড়ানো হাত ছুঁয়ে আকাঙ্খা
ঈশ্বরের অদ্ভুত সৃষ্টি।
শিশির ভেজা রাতে অহংকারের নীড়
এক আঠালো আশ্রয় পরিতৃপ্তি।
এই নারীর হাতে তুলে দেওয়া গোপন বাসনা
পৃথিবীর সকল সুখ ,দুঃখ,নিরাকার।
অবকাশে ,অনায়াসে মাড়িয়ে যাওয়া ভালোবাসার
প্রথম স্তবকে হৃদয়ে লেখা নাম।
হাতে হাত ,হৃদয়ের আঠা সম্পর্কের
এক অদ্ভুত টানাপোড়েন নারী।
অন্ধকার ক্লান্ত বিছানায় মিলনের রাতে
এক তৃপ্তির আকাশ নারী রহর্ষময়ী এক প্রাণ।
স্পন্দিত কাঁটা তারে রক্তক্ষরণ
নারী মাতা ,নারী কন্যা ,নারী ভার্যা ,নারীরূপী ছায়া
জীবনের আগে জীবনের পরে
কে যেন বলে গেছিল এসব।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...