Sunday, December 8, 2013

RISHI026@GMAIL.COM


### " অচেনা নীলাঞ্জনা " ###
লেখক : ঋষি
*******************************
নীলাঞ্জনা এই মাত্র ছুঁয়ে গেল আমায়
বিশ্বাস করো এই হাওয়ায় লেখা তার স্পর্শ।
শ্রাবনের ধারার মত নীলাঞ্জনা
আজ তোর কি হলো ?
এ তোর নতুন সাজ
মর্ডান প্যাটার্নে সাজানো দোকানে ,
তুই শুষ্ক মরুভূমি ,শুকিয়ে কাঠ।
তোর হৃদয়ের চেনা গন্ধ অচেনা সুর
তোর শরীরে বাড়ানো অচেনা সমুদ্র, চেনা রৌদ্র।
এ রূপ আমার অদেখা ,অচেনা
ভালো লাগলো ,চেনা গেল না  নীলাঞ্জনা।

সেই নীলাঞ্জনা যার ডায়রির পাতায় পাতায় স্বপ্ন
যার হৃদয়ে বাস করতো এক অচেনা গন্ধ।
আজ নীলাঞ্জনা আমার শহরে
কিন্তু তুই জানিস তুই আজ নেশায় অন্ধ।
তোর গালের উপর সেই চেনা তিল
কিন্তু শরীরে দাগগুলো পাউডারে ঢাকা।
তোর শরীর ঢাকা সোনালী সাজ
হৃদয় গগনে অচেনা আওয়াজ।
আমি চাই না নীলাঞ্জনা তোর সাজানো রূপ
তুই ভালো থাক আমি চাই
কিন্তু চাই না তুই এত অচেনা হোস।
********************************

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...